ETV Bharat / state

শুভেন্দু অসভ্যতা করেছে বলে সাসপেন্ড, মহুয়া আদানির বিরুদ্ধে বলেছে তাই পদক্ষেপ: ফিরহাদ হাকিম

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 4:52 PM IST

Updated : Dec 2, 2023, 5:21 PM IST

Firhad Hakim
Firhad Hakim

Firhad Hakim: বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা ও মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এক নয় বলেই মনে করেন ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায়, শুভেন্দু অসভ্যতা করেছে বলে সাসপেন্ড, মহুয়া আদানির বিরুদ্ধে বলেছে তাই পদক্ষেপ ৷

শুভেন্দু অসভ্যতা করেছে বলে সাসপেন্ড, মহুয়া আদানির বিরুদ্ধে বলেছে তাই পদক্ষেপ: ফিরহাদ হাকিম

কলকাতা, 2 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের উপর সাসপেনশনের খাঁড়া ঝুলছে ৷ সংসদের শীতকালীন অধিবেশন শুরু আগামী সোমবার থেকে । সেদিনই তাঁকে নিয়ে রিপোর্ট পেশ করবে এথিক্স কমিটি ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ অথচ পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গত মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ প্রশ্ন উঠছে, বিজেপি যদি মহুয়ার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করে, তাহলে শুভেন্দুর ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত কি সঠিক ?

রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের অন্যতম নেতা ফিরহাদ হাকিম অবশ্য পুরো বিষয়টিকে এক করে দেখতে নারাজ ৷ তিনি শুভেন্দুর সাসপেনশনের পক্ষে ৷ এই নিয়ে তাঁর যুক্তি বিধানসভা কক্ষের অন্দরে অসভ্যতা করেছেন বিরোধী দলনেতা ৷ কিন্তু মহুয়া মৈত্র তো তেমন কোনও আচরণই করেননি বলে দাবি ফিরহাদের ৷ তাঁর বক্তব্য, শুধু আদানির বিরুদ্ধে সরব হওয়ায় প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে মহুয়ার সঙ্গে ৷

ফিরহাদ হাকিম বলেন, ‘‘বিধানসভায় অসভ্যতা করলে সংসদীয় রীতি ভাঙলে ব্যবস্থা নেবে । এখানে সিটি মারবে, লড়াই করবে, মারপিট করবে, এগুলো সংসদীয় গণতন্ত্র নয় । তাই শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে । আর মহুয়া মৈত্র আদনির বিরুদ্ধে বলেছে (লোকসভায়) । তাই প্রধানমন্ত্রীর খারাপ লেগেছে । তাই ব্যবস্থা । সংসদে আওয়াজ তুলে তর্ক করছে বলে শাস্তি । আর এখানে রাজ্য বিধানসভায় অসভ্যতা করেছে বলে ।’’

এদিন মহুয়া প্রসঙ্গে লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে তৃণমূল সংসদের পাশে দাঁড়ান । এই বিষয় ফিরহাদ বলেন, ‘‘সকলকেই পাশে দাঁড়াতে হবে, যাঁরা গণতন্ত্র মানেন । না হলে কোনও সাংসদ ভবিষ্যতে কিছু বলতে পারবে না । আমরা কেউ রাস্তার ঝগড়া মারধর করতে যাই না লোকসভা, বিধানসভায় । না পোষালে বেরিয়ে যাব বিধানসভায় কক্ষ থেকে । অসভ্যতার জেরে বিএ কমিটির কাজ ক্ষতি হচ্ছে । এখানে স্পিকার সক্রিয় বিধানসভার কাজ রক্ষা করতে । ওখানে স্পিকার সক্রিয় সাংসদদের মুখ বন্ধ করতে ।’’

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. বিধানসভায় অধ্যক্ষের অনুমতি ছাড়া করা যাবে না কোনও বিক্ষোভ, সিদ্ধান্ত বিমানের
  3. শাহের ফ্লপ শোয়ের কলঙ্ক ঢাকতেই বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা বিজেপি'র: তাপস রায়
Last Updated :Dec 2, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.