ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের 2টি ওয়ার্ডে বসল অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র

author img

By

Published : Sep 27, 2019, 9:59 PM IST

Updated : Sep 27, 2019, 10:33 PM IST

ফিঙ্গারপ্রিন্ট নয় ৷ ফেস রিডিং করবে এই নতুন অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্রগুলো ৷ আজ প্রথম পর্যায়ে 82 ও 96 নম্বর ওয়ার্ডের পৌর দপ্তরে এই অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র বসানো হচ্ছে । মেয়র জানিয়েছেন, অনেক সময় কর্মীরা ইচ্ছাকৃতভাবে বায়োমেট্রিক যন্ত্র বিকল করে দেয় । তাই অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে ।

ফিরহাদ হাকিম

কলকাতা , 27 সেপ্টেম্বর : অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম । কলকাতা পৌরনিগমের সদর দপ্তর ও বোরো অফিসগুলিতে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের শুরু করেছিলেন মেয়র ৷ কিন্তু অনেকগুলি বায়োমেট্রিক ঠিকমতো কাজ করছিল না বলে অভিযোগ ৷ সেই কারণে নতুন বায়োমেট্রিকের উদ্বোধন করলেন তিনি ।

ফিঙ্গারপ্রিন্ট নয়, ফেস রিডিং করবে এই নতুন অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্রগুলো ৷ আজ প্রথম পর্যায়ে 82 ও 96 নম্বর ওয়ার্ডের পৌর দপ্তরে এই অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র বসানো হচ্ছে । মেয়র জানিয়েছেন, অনেক সময় কর্মীরা ইচ্ছাকৃতভাবে বায়োমেট্রিক যন্ত্র বিকল করে দেয় । তাই অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে ।

দেখুন ভিডিয়ো

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন , আগামী দিনে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর ও প্রত্যেকটি ওয়ার্ডের পুরো দপ্তরগুলিতে এই অত্যাধুনিক বায়োমেট্রিক মেশিন বসানো হবে । এরই সঙ্গে আজ কলকাতা পৌরনিগমের মাসিক পত্রিকা পুরশ্রী পুজো সংখ্যা প্রকাশ করলেন মেয়র ।

Intro:অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পৌরনিগমের সদর দফতরসহ বোর অফিস গুলিতে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের শুরু করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর দস্তর গুলিতে ওয়ার্ক কালচার ফিরিয়ে আনার জন্য এই বায়োমেট্রিক শুরু করেছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু বায়োমেট্রিক গুলি অনেক পুর দপ্তরে ঠিকমত কাজ করছিল না বলে অভিযোগ আসছিল। তাই নতুন বায়োমেট্রিকের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। ফিঙ্গারপ্রিন্ট নয় ফেস রিডিং করবে এই নতুন অত্যাধুনিক বায়োমেট্রিক গুলো।


Body:প্রথম পর্যায়ে 82 নম্বর 96 ওয়ার্ডের পুর দফতর এই অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্র বসানো হচ্ছে। মেয়র জানিয়েছেন অনেক সময় কিছু অসাধু পুর কর্মীরা ইচ্ছাকৃতভাবে বায়োমেট্রিক যন্ত্র বিকল করে দেয়।তাই অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী দিনে কলকাতা পৌর নিগমের সদর দফতরসহ প্রত্যেকটি ওয়ার্ডের পুরো দপ্তর গুলিতে এই অত্যাধুনিক বায়োমেট্রিক মেশিন বসানো হবে।

সেই সঙ্গে আজ কলকাতা পৌরনিগমের মাসিক পত্রিকা পুরশ্রী পুজো সংখ্যা প্রকাশ করলেন মেয়র।


Conclusion:
Last Updated : Sep 27, 2019, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.