ETV Bharat / state

করোনা-যশ সামলাতে তৎপর ফিরহাদ, বাড়ি ফিরেই ভার্চুয়াল বৈঠক

author img

By

Published : May 22, 2021, 7:08 AM IST

Updated : May 22, 2021, 7:22 AM IST

বাড়ি ফিরে কাল রাতেই জরুরি বৈঠক সারলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

বাড়ি ফিরেই ভার্চুয়ালি বৈঠক ফিরহাদের, বিষয় করোনা মোকাবিলা
বাড়ি ফিরেই ভার্চুয়ালি বৈঠক ফিরহাদের, বিষয় করোনা মোকাবিলা

কলকাতা, 22 মে : শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে পুলিশের গাড়িতে চেতলায় নিজের বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম ৷ বাড়ি ফিরলেও তাঁকে থাকতে হবে গৃহবন্দী ৷ এমন পরিস্থিতিতে ঘরে বসেই করোনা মোকাবিলা নিয়ে বৈঠক সারলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ৷ কাল রাতেই কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পেপটাইজেশন বিভাগীয় ভারপ্রাপ্ত আধিকারিকবৃন্দের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক সারলেন তিনি ৷

হাইকোর্টের নির্দেশ মেনে গৃহবন্দী থেকেই কলকাতাবাসীকে করোনার দুর্ভোগ থেকে রেহাই দিতে জরুরি বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ ৷ ভার্চুয়াল বৈঠকের আলোচ্য বিষয়গুলি ছিল- শহরে আরও বেশি সংখ্যায় করোনার টিকাকরণ করা, স্যানিটাইজ়েশন ও করোনায় মৃত দেহগুলিকে সঠিকভাবে সৎকার করতে হবে ৷ এসব বিষয়ে আধিকারিকদের একাধিক নির্দেশ তিনি দিয়েছেন ৷ শুধু করোনা মোকাবিলা নয়, পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড় যশ নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷

আরও পড়ুন : রাজ্যসভার টিকিটেই কি শোভন-ঋণ মেটাবেন মমতা ?

বাড়িতে ফিরে আধঘণ্টা বিশ্রাম নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক সারেন ফিরহাদ ৷ বৈঠকে আধিকারিকদের থেকে খবর নেন কলকাতায় এই মুহূর্তে করোনার সংক্রমণের কি অবস্থা । কত টিকাকরণ হয়েছে ও মানুষ সুস্থ হয়েছেন কত মানুষ মারা গিয়েছেন গত কয়েকদিনে সমস্ত তথ্য নিয়েছেন আধিকারিকদের থেকে ৷

সেইসঙ্গে আজকের বৈঠকে ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় পৌরনিগম কি কি ব্যবস্থা নিচ্ছে তা নিয়েও আলোচনা করেন বৈঠকে । গতবছরের আমফানের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, "যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় নেমে কাজ করতে হবে পৌরনিগমের জরুরি পরিষেবা কর্মীদের । বিপর্যয় মোকাবেলা এক্ষেত্রে সমস্ত ব্যবস্থা আগাম রাখতেও এদিন নির্দেশ দিয়েছেন পৌর আধিকারিকদের ।"

Last Updated : May 22, 2021, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.