ETV Bharat / state

Firhad Hakim Criticise Central: ইডি দফতরে সায়নী প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ ফিরহাদের

author img

By

Published : Jun 30, 2023, 10:55 PM IST

ভোট এলেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয় ৷ এটা কেন্দ্রীয় এজেন্সির একটা স্টাইল ৷ সায়নীকে ইডি জেরা নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

Etv Bharat
ফিরহাদ হাকিম

কলকাতা, 30 জুন: শিক্ষা দুর্নীতির তদন্তে ডাক পড়েছে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের । পঞ্চায়েত নির্বাচনের আগে যখন জোরকদমে প্রচার চলছে ঠিক তখনই ভোটের মুখে দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সির ডাক নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল শীর্ষ নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম । বিজেপি নেতৃত্বাধীন সরকারের এটাই স্টাইল এইরকমই মন্তব্য করলেন ফিরহাদ ।

শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে ডেকে পাঠানো হয়েছে । সূত্রের খবর, মূলত শাসকদলের বহিষ্কৃত যুব নেতা গ্রেফতার হওয়ায় কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর ফোনের চ্যাট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে সায়নীকে । সেই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

এছাড়াও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মেয়র বলেন, "কোর্টের অর্ডারে কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছে । আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী না পাঠালে কমিশনকে নয় কোর্টকে অবজ্ঞা করা হবে । আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক । নিশ্চিতভাবে মানুষ ভোট দেবে রাজ্যের শাসক দলের প্রার্থীদেরই । 2021-এর মত চারিদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হবেন ।"

পাশাপাশি ভোট ঘিরে বিরোধীরা উসকানি দিচ্ছে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ৷ মেয়রের কথায়, "বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে উসকানি আসছে । এদিন মেয়র বার্তা দেন কেউ বিরোধীদের উসকানি ও প্ররোচনায় পা দেবেন না । মানুষ এই রাজ্যের শাসক দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।"

আরও পড়ুন: দফতরের অডিট রিপোর্টে পৌর নিয়োগেও অনিয়মের ইঙ্গিত, মন্ত্রী অবশ্য নির্বিকার

প্রসঙ্গত, বীরভূম জেলার দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম । দলে থেকেও টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন 88 জন ৷ সমস্ত কর্মীও দল থেকে বহিষ্কার হয়েছে ৷ এদিন স্পষ্টতই ফিরহাদ জানান, দলে থাকলে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হবে ৷ দলের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ দলের সিদ্ধান্ত না মানতে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.