ETV Bharat / state

Firhad Slams Suvendu: 'টিএমসি নয়, মানুষ বিজেপিকে সরকার গড়তে দেয়নি', শুভেন্দুর পালটা দিলেন ফিরহাদ

author img

By

Published : Nov 27, 2022, 9:55 PM IST

Firhad Hakim
Firhad Hakim

তৃণমূল নয়, বাংলার মানুষ বিজেপিকে সরকার গড়তে দেয়নি । মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' করার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মক্তব্যের পালটা জবাব দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

কলকাতা, 27 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শনিবার বিজেপির সমাবেশে থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন ৷ তিনি বলেন, "এই মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন ।" এরপর উপস্থিত কর্মীদের উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, "কথা দিচ্ছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব ।" এবার সেই হুঁশিয়ারির পালটা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

তিনি এদিন প্রশ্ন করেন, "কে কাকে প্রাক্তন করবে ? রাজ্যে তৃণমূল নয়, সাধারণ মানুষই বিজেপিকে সরকার গড়তে দেয়নি ।" বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুংকার দিচ্ছেন ডিসেম্বরে রাজ্যের সরকার ফেলে দেওয়ার । সেই দাবিতে শুভেন্দু অনড় থাকলেও তাঁকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

শুভেন্দুর মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' মক্তব্যের পালটা দিলেন ফিরহাদ

তবে সেই আবহেই শনিবার সরাসরি মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি দেন শুভেন্দু । জবাবে এদিন ফিরহাদ হাকিম আরও বলেন, "ইস বার দো'শো পার করতে দেয়নি বাংলার মানুষ । আপনি খুব ছোট নেতা, যাদের পা ধরে আপনি গিয়েছেন বিজেপিতে, সেই নরেন্দ্র মোদি ও অমিত শাহ এখানে ডেলি প্যাসেঞ্জারি করেছিল বিধানসভা ভোটার আগে । তাঁরা পারেননি এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে ।"

আরও পড়ুন: মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' করে ছাড়বেন, সৌজন্য সাক্ষাতের পরদিনই হুঙ্কার শুভেন্দুর

এছাড়া ভাঙড়ে সিপিআইএমের মিছিলের উপর তৃণমূলের হামলা প্রসঙ্গে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী বলেন, "গায়ে মানে না আপনি মোড়ল । কেন হামলা করতে যাবে ? যাদের কোনও অস্তিত্ব নেই, যারা আর কোনও দিন সরকারে আসবে না । যে আমার কোনও প্রতিপক্ষে হবে না তাকে কেন আক্রমণ করতে যাব ! পাগল বাজে কথা বললে তাদের ইগনোর করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.