ETV Bharat / state

Firhad-Sujan Slam Suvendu: অমর্ত্যকে কটাক্ষ করায় শুভেন্দুর সমালোচনায় সরব ফিরহাদ-সুজন

author img

By

Published : Jan 18, 2023, 8:03 PM IST

Updated : Jan 18, 2023, 8:55 PM IST

Firhad-Sujan Slams Suvendu
Firhad-Sujan Slams Suvendu

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Nobel Laureate Amartya Sen) তালিবান সরকারকে পরামর্শ দিতে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই নিয়ে শুভেন্দুর সমালোচনায় সরব হয়েছেন ফিরহাদ হাকিম ও সুজন চক্রবর্তী ৷

অমর্ত্যকে কটাক্ষ করায় শুভেন্দুর সমালোচনায় সরব ফিরহাদ-সুজন

কলকাতা, 18 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে । এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে পালটা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও সিপিএম (CPIM) ৷ অমর্ত্য সেনকে বোঝা বা তাঁর বিচক্ষণতা, তাঁর মতো গুণী ব্যক্তির বিষয়ে বলার যোগ্যতা বিজেপি (BJP) নেতাদের নেই বলেই মনে করেন তৃণমূলের ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং সিপিএমের সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । তবে বিজেপি তথা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি অমর্ত্য সেন ইস্যুতে তৃণমূলেরও কড়া সমালোচনা করেছেন সুজন চক্রবর্তী ।

ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া: তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "অমর্ত্য সেন সারা পৃথিবীর এবং বাঙালি । তাই আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি । এই বোধটা যদি কারও না থাকে, তাহলে তিনি কেমন বিজেপি নেতা এবং বাংলার জন্য কী করতে চান, তা বাংলার মানুষ বুঝতে পেরেছেন । অমর্ত্য সেনের মন্তব্যের জন্য বিজেপি ঘাবড়ে গিয়েছে । এটা শুধু অমর্ত্য সেনের নয়, সারা বাংলার মানুষের কথা প্রতিধ্বনিত হচ্ছে অমর্ত্য সেনের মুখে । সেই জন্য এরা ঘাবড়ে গিয়ে এখন ভুলভাল মন্তব্য করছে ।"

সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া: সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল যে ভাষায় অমর্ত্য সেনকে সমালোচনা করতেন, ঠিক সেই ভাষাতে শুভেন্দু অধিকারী কটু কথা বলছেন । কারণ, এখনকার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগে তৃণমূল নেতা ছিলেন । শঙ্খ ঘোষ সম্পর্কে অনুব্রত মণ্ডলরা যে ভাষায় কটু কথা বলতেন, সেই ভাষাতেই শুভেন্দু অধিকারী অমর্ত্য সেনকে কথা বলছেন ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘বিজেপি নেতাদের কেউ কেউ আবার বলে বেড়াচ্ছেন উনি অমর্ত্য সেন তো বিদেশের লোক, বাংলা সম্পর্কে উনি কি জানেন ? তৃণমূল এবং বিজেপির যে মনোভাব তা আসলে অমর্ত্য সেনের মতো বুদ্ধিজীবী, পণ্ডিত মানুষরা গুণী নন । তৃণমূল, বিজেপির নেতারা মনে করেন তাঁদের মতো যারা লুটেরা, গুন্ডা, তাঁরাই গুণী, তাঁরাই সব জানেন ।’’

তিনি আরও বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর কথা ঠিক তেমনই । এটা অমর্ত্য সেনকে অপমান করা নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করা হয় । একই সঙ্গে লেখাপড়া শিক্ষা দেশবিদেশের সম্পর্কে সমস্ত বাস্তবতাকে বাতিল করে দিয়ে আরএসএস এবং বিজেপির মনোভাব নিয়ে শুভেন্দু চলতে চাইছেন ।’’

শুভেন্দু অধিকারী কী বলেছেন: কেন্দ্রে মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ৷ এই নিয়ে পালটা অমর্ত্য সেনকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বললেন, ‘‘উনি বিদেশে থাকুন ৷ বিশ্রামে থাকুন ৷ দেশ মোদিজির নেতৃত্বে এগোবে ৷ পরামর্শ কিছু দিতে হলে আফগানিস্তানের তালিবান সরকারকে (Taliban Government) দিন ৷ ইউক্রেনের জেলেনস্কিকে দিন ৷ ওটা ভালো কাজে লাগবে ৷ এখানে ওঁর পরামর্শের প্রয়োজন নেই ৷’’

আরও পড়ুন: তালিবান সরকারকে পরামর্শ দিন, অমর্ত্য় সেনকে কটাক্ষ শুভেন্দুর

Last Updated :Jan 18, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.