ETV Bharat / state

আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন

author img

By

Published : Jul 14, 2020, 10:51 AM IST

আজ সকাল আটটায় আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷

alipore court fire
আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন

কলকাতা, 14 জুলাই : আজ সকাল আটটা নাগাদ আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ৷ বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটা নাগাদ আলিপুর জজ কোর্টের দোতলায় রেকর্ড রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন । সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় ৷ কালীঘাট ফায়ার স্টেশন থেকে চারটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ দমকল কর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে, অনেক রেকর্ড নথি পুড়ে গিয়েছে ৷

আগুন নেভাচ্ছে দমকলকর্মীরা

সকালে রেকর্ড রুমে কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ফরেনসিক টিমও ঘটনাস্থানে যেতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.