ETV Bharat / state

আগুন নেভাতে দমকলের হাতে ফায়ার বল

author img

By

Published : Sep 25, 2019, 8:36 PM IST

Updated : Sep 25, 2019, 8:51 PM IST

প্রায় 2000 বল কিনেছে দমকল বিভাগ । কাঠ, কাগজ, গ্যাস, মিটার বাক্স ইত্যাদি ছোটো ছোটো জায়গায় আগুন লাগলে দ্রুত তা নেভানো সম্ভব এই ফায়ার বলের মাধ্যমে ৷ আগাম সতর্কতা হিসেবে সমস্ত পুজো কমিটিকেও এই ফায়ার বল রাখার কথা বলা হয়েছে দমকলের তরফে ।

ছবি

কলকাতা, 25 সেপ্টেম্বর : আগুন নেভাতে দমকলের হাতে এল ফায়ার বল । মূলত ছোটো জায়গায় আগুন নেভাতে এই বল অত্যন্ত কার্যকরী হবে বলে জানাচ্ছে দমকল ৷ সামনে পুজো ৷ যে কোনও সময় হতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ তাই আগাম সতর্কতা হিসেবে সমস্ত পুজো কমিটিকেও রাখতে বলা হয়েছে এই ফায়ার বল ।

কী এই ফায়ার বল :

বলগুলির এক একটির দাম 3500 টাকা । প্রায় 2000 বল কিনেছে দমকল বিভাগ । কাঠ, কাগজ, গ্যাস, মিটার বাক্স ইত্যাদি ছোটো ছোটো জায়গায় আগুন লাগলে দ্রুত তা নেভানো সম্ভব এই ফায়ার বলের মাধ্যমে ৷ বলের মধ্যে থাকা জাইলোম অ্যামোনিয়াম ফসফেটের গুঁড়ো অক্সিজেনের মাত্রা কমিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনবে ।

দেখুন ভিডিয়ো

আজ দমকলের সদর দপ্তরে এই বলের উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ বলেন, "22 লাখ টাকা খরচ করে দু'হাজার বল প্রাথমিকভাবে নিয়ে আসা হয়েছে । আগামী দিনে আরও বল কেনার পরিকল্পনা আছে দমকলের ।"

দমকল মন্ত্রী আরও বলেন, "আমরা অনেক দিন থেকে এটা নিয়ে আসতে চাইছিলাম । এখন তা করতে পেরে ভালো লাগছে । আমাদের টার্গেট রাজ্যজুড়ে 200 ফায়ার স্টেশন করার ৷ আমরা ফায়ার কন্ট্রোল রুমকে আরও আধুনিক করব । পাশাপাশি 102 মিটারের ল্যাডার আনতে চলেছি৷ সঙ্গে রোবট নিয়ে আসা হচ্ছে । পুজোর সময় একাধিক জায়গায় বাড়তি দমকল স্টেশন তৈরি করা হচ্ছে ।"

Intro:আগুন নেভাতে দমকলের হাতে এলো ফায়ার বল Body:মানস নস্কর

আগুন নেভাতে দমকলের হাতে এলো "ফায়ার বল "

কলকাতা ২৫ সেপ্টেম্বর ঃ
সামনেই দুর্গা পুজা। আর এই সময়েই আগুন নেভাতে দমকলের হাতে এলো "ফায়ার বল"। মুলত ছোট জায়গায় আগুন নেভাতে এই বল অত্যন্ত কার্জকরী হবে বলেই দমকল সুত্রে খবর।সেই জন্য সমস্ত পুজা কমিটিকে রাখতে বলা হয়েছে এই ফায়ার বল।এই বলগুলির এক একটির দাম ৩৫০০ টাকা।প্রায় ২০০০ বল কিনলো দমকল বিভাগ।

আজ দমকল বিভাগের সদর দপ্তরে এই বলের উদবোধন করতে এসে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন,"এই নতুন ফায়ার বল এর মাধ্যমে কাঠ, কাগজ, গ্যাস, মিটার বক্স ইত্যাদির ক্ষেত্রে আগুন লাগলে তা নেভানো অনেক দ্রুত হবে এই ফায়ার বলের মাধ্যমে। এই বলের মধ্যে থাকা জাইলোম অ্যামোনিয়াম ফসফেট এর গুঁড়ো অক্সিজেনের মাত্রা কমিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে অনবে। ২২ লক্ষ টাকা খরচ করে দু' হাজার বল প্রথমিক ভাবে নিয়ে আসা হয়েছে। আগামী দিনে আরো কেনার পরিকল্পনা আছে দমকলের। "

সুজিত বসু আরো জানিয়েছেন," আমরা দীর্ঘদিন থেকেই এটা নিয়ে আসতে চাইছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। আমাদের টার্গেট রাজ্য জুড়ে ২০০ ফায়ার স্টেশন করা হবে। আমরা ফায়ার কন্ট্রোল রুমকে আরো আধুনিক করবো। পাশাপাশি আগামী দিনে ১০২ মিটারের ল্যাডার আনতে চলেছি, সঙ্গে রোবট নিয়ে আসা হচ্ছে। পুজোর সময় একাধিক জায়গায় বাড়তি দমকল স্টেশন তৈরি করা হচ্ছে।"Conclusion:
Last Updated : Sep 25, 2019, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.