ETV Bharat / state

Saraswati Puja 2023: পুরোহিতের আসতে দেরি, কলকাতার এই স্কুলে শিক্ষিকারাই করলেন বাণী বন্দনা

author img

By

Published : Jan 26, 2023, 10:23 PM IST

Updated : Jan 26, 2023, 10:50 PM IST

ETV Bharat
বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের সরস্বতী পুজো

বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলে পুরোহিতের অনুপস্থিতিতে শিক্ষিকারাই করলেন সরস্বতী পুজো (Saraswati Puja)৷

বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলে পুরোহিতের অনুপস্থিতিতে শিক্ষিকারাই করলেন সরস্বতী পুজো

কলকাতা, 26 জানুয়ারি: সরস্বতী পুজোর দিন নজির তৈরি করল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল (Baghbazar Multipurpose Girls School)। পুরোহিত দেরি করে আসায় বসন্তী পঞ্চমীতে পুজোয় বসলেন শিক্ষিকারাই ৷ সঙ্গ দিল ছাত্রীরা । মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে 3 জন শিক্ষিকা মিলে করলেন মহাশ্বেতার পুজো । রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতি বছর পুরোহিত দিয়েই সরস্বতী পুজো করানো হয় এই স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল আগামী বছর থেকে ছাত্রীদের দিয়েই এই পুজো করানোর ৷ কিন্তু তার আগেই এবার পুরোহিতের আসতে দেরি হওয়ায় শিক্ষিকারাই সেই দায়িত্ব পালন করলেন ৷

উত্তর কলকাতার অন্যতম নাম করা স্কুল বাগবাজার মাল্টিপারপাস ৷ সরস্বতী পুজোর জন্য এদিন সকাল থেকেই উপোস করে অঞ্জলি দেওয়ার অপেক্ষা করছিল স্কুলের ছাত্রীরা ৷ শিক্ষিকারাও পুজোর যাবতীয় আয়োজন সেরে পুরোহিতের জন্য অপেক্ষা করছিলেন ৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেখা মেলেনি পুরোহিতের ৷ অন্যদিকে, সকাল থেকে উপোস থেকে স্বাভাবিকভাবেই ছাত্রীরাও অধৈর্য্য হয়ে পড়ছিল ৷ তাই স্কুলের শিক্ষিকারা সিদ্ধান্ত নেন তাঁরাই পুজো করবেন(saraswati puja of Baghbazar Multipurpose Girls School) ৷

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দেবিকা বলেন,"আমাদের একটা ইচ্ছা হচ্ছিল যে আগামী বছর থেকে আমরা ছাত্রীদের দিয়েই পুজো করাব । তবে এবছর যথাসময়ে পুরোহিত উপস্থিত না হতে পারায় সেই পরিকল্পনা আমাদের এবারই বাস্তবায়িত হল । তিনজন শিক্ষিকার সঙ্গে ছাত্রীরা মিলেই পুজো করে ৷"

ETV Bharat
বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের সরস্বতী প্রতিমা

আরও পড়ুন: তারকেশ্বরে নজর কাড়ছে 21 ফুটের সরস্বতী

সহকারী প্রধান শিক্ষিকা মলি বিশ্বাস বলেন,"প্রত্যেক বারের মতো এবারেও আমরা পুরোহিতের ব্যবস্থা করেছিলাম ৷ তবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল এবং ছাত্রীরা উপোস করেছিল ৷ ফলে আর দেরি না করে যে দু'জন শিক্ষিকা আমাদের ব্রাহ্মণ ছিলেন তাঁদেরকে দিয়েই আমরা পুজো করি ৷ তাঁদের সাহায্য করেন আরেক শিক্ষিকা ৷ আগামীদিনেও নিজেরাই পুজো করব ।"

এদিন মূল পুজো করেন সংস্কৃত বিভাগের শিক্ষিকা জয়তি মুখোপাধ্যায় ও বাংলার শিক্ষিকা রীতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর । জয়তি মুখোপাধ্যায় বলেন,"আমি সংস্কৃতের শিক্ষিকা ফলে সংস্কৃত শ্লোকে আমার জানাই ছিল এবং আমরা আরও দুজন শিক্ষিকা মিলে এই পুজোটা করি । পড়ুয়ারাও যথেষ্ট উৎসাহ পেয়েছে পুরো বিষয়টিতে।"

Last Updated :Jan 26, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.