ETV Bharat / state

Ex Student Dead Body Recovery: ক্য়াম্পাসের ঝিলে মিলল প্রাক্তনীর দেহ, যাদবপুরের ঘটনায় তদন্তে পুলিশ

author img

By

Published : Mar 9, 2023, 6:40 PM IST

Ex Student Dead Body recovered from a pond in Jadavpur University
ফাইল ছবি

হোলির দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ৷ ক্যাম্পাসেরই ঝিল থেকে উদ্ধার করা হল এক প্রাক্তন ছাত্রের দেহ (Ex Student Dead Body in Jadavpur University) ৷ মৃতের নাম মহম্মদ আসিফ মণ্ডল (Muhammad Asif Mandal) ৷

কলকাতা, 9 মার্চ: ক্যাম্পাসেরই ঝিল থেকে উদ্ধার করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর দেহ (Ex Student Dead Body in Jadavpur University) ! বুধবারের এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ মণ্ডল (Muhammad Asif Mandal) ৷ 24 বছরের ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ ৷ তারা অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ৷ তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে আসিফের ৷ কিন্তু, তাঁর জলে পড়ে যাওয়া কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনই বলা সম্ভব নয় ৷ পুলিশের একাংশের প্রাথমিক অনুমান, আসিফ মদ্যপান করেছিলেন ৷ তাহলে কি নেশার ঘোরে বেসামাল হয়ে জলে পড়ে যান আসিফ ? উত্তর খুঁজছে পুলিশ ৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তাদের নথি অনুসারে মহম্মদ আসিফ মণ্ডল বেহালার পর্ণশ্রী এলাকার বসিন্দা ৷ তিনি স্থাপত্য বিভাগের প্রাক্তন পড়ুয়া ৷ আসিফের দেহ যখন উদ্ধার করা হয়, তখন তাঁর পরনে ছিল নীল জিন্স ও টি শার্ট ৷ তাঁর পায়ে জুতোও পরা ছিল ৷ আর তা দেখেই মনে করা হচ্ছে, ঝিলে নামার কোনও পরিকল্পনা আসিফের ছিল না ৷ কারণ, তেমনটা হলে তাঁর পায়ে জুতো থাকত না ৷

আসিফ সাঁতার জানতেন কিনা, সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেননি ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে একপ্রস্থ তল্লাশি চালিয়েছে যাদবপুর থানার পুলিশ ৷ কোনও সিসিটিভি ক্যামেরায় আসিফ ধরা পড়েছিলেন কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি, আসিফের বন্ধুবান্ধব ও পরিচিত এবং ক্য়াম্পাসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, গত মঙ্গলবার ও বুধবার যথাক্রমে দোলযাত্রা ও হোলি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ ছিল ৷ তা সত্ত্বেও অনেকেই রং খেলার জন্য ভিতরে ঢোকেন ৷ এই দলে কারা ছিলেন, এখন তাঁদেরই হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, যাঁরা ক্যাম্পাসের ভিতর ওই দু'দিন রং খেলতে এসেছিলেন, তাঁদের বারাবার ঝিলপাড়ে যেতে বারণ করেছিলেন নিরাপত্তারক্ষীরা ৷ কিন্তু, অনেকেই সেই বারণ শোনেননি ৷ সেই বারণ শুনলে আসিফের এমন মর্মান্তিক পরিণতি হত না বলেই মনে করছে পুলিশ ৷ বুধবার বিকেল 4টে নাগাদ তাঁর দেহ ঝিল থেকে উদ্ধার করা হয় ৷ তারপর তা পাঠানো হয় এসএসকেএমে ৷ সেখানেই চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে আসিফকে মৃত ঘোষণা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.