ETV Bharat / state

ED Raids Sujay Bhadra House: অভিষেকের সিবিআই জেরার আগে শনি-সকালে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি-তল্লাশি

author img

By

Published : May 20, 2023, 8:59 AM IST

Updated : May 20, 2023, 9:30 AM IST

ETV Bharat
কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বাড়িতে ইডি

শনিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে আজ ভোরে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছল ইডি ৷

কলকাতা, 20 মে: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জেরার আগে কালীঘাটের কাকুর বাড়িতে গেল ইডি ৷ শনিবার ভোরে বেহালায় কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ আজ সকাল ছ'টায় ইডির দুটি দল সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ৷ তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

সকাল 7 টা নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে হাজির হয় ইডি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কীভাবে যুক্ত এবং আর্থিক লেনদেনই বা কীভাবে করতেন ? এ বিষয়ে আগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । এবার সেই নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালাল ইডি ৷ অভিযোগ, কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ গোপাল দলপতির কাছ থেকে কোটি কোটি টাকা নিতেন ৷ কোটি কোটি কালো টাকা সাদা করার জন্য তিনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট-সহ একাধিক ফার্ম এবং কনসালটেন্সিও খুলেছিলেন ৷

শনিবার ভোর থেকে সুজয় ভদ্রের এই সব ফার্ম এবং কনসালটেন্সিতে তল্লাশি অভিযান চালায় ইডির একটি দল ৷ আরেকটি দল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছয় ৷ সেখান তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় ভদ্রের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে ইডি ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব সিবিআইয়ের

এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই বেশ কয়েকবার নিজাম প্যালেসে তলব করেছে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁর নাম প্রথম সামনে আনেন আরেক অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ ৷ এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের নাম জানা যায় তাপস মণ্ডলের কাছ থেকে ৷ আর তাপস মণ্ডলের নাম উঠে আসে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছ থেকে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু এজেন্ট এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গিয়েছে ৷ তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিতেন কালীঘাটের কাকু ৷ ইডির দাবি, এই সুজয় কৃষ্ণ ভদ্র অত্যন্ত প্রভাবশালী ৷ তদন্তকারী সংস্থার অনুমান, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাপ্ত কোটি কোটি কালো টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর উপর ৷ সেই প্রভাবশালীদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে ইডি ৷

এদিকে আজই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার তদন্তে নিজাম প্যালেসে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তাঁকে তলব করে নোটিশ পাঠায় সিবিআই ৷ সকাল 11 টার মধ্যে নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে ৷ এর ঠিক কয়েক ঘণ্টা আগেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি অভিযান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ।

আরও পড়ুন: নিজামে আজ হাজিরা দিতে যাচ্ছেন না সুজয় ওরফে কালীঘাটের কাকু

Last Updated :May 20, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.