ETV Bharat / state

ESIC Recruitment 2021: ইএসআইসি-তে অফিসার নিয়োগ

author img

By

Published : Dec 21, 2021, 10:54 PM IST

এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে (ESIC Recruitment 2021) ৷ প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে ৷ বেতন 56,100-1,77,500 টাকা ৷

ESIC Recruitment 2021
ইএসআইসি-তে অফিসার নিয়োগ

এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে (ESIC Recruitment 2021) ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্সিওরেন্স মেডিক্যাল অফিসার পদে ৷ মোট শূন্যপদ 1,120টি ৷ এরমধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য 459টি পদ রয়েছে, এসসিদের জন্য 158টি, এসটিদের জন্য 88টি, ওবিসিদের জন্য 303টি এবং ইডব্লুএস প্রার্থীদের জন্য 112টি পদ রয়েছে ৷

প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে ৷ বেতন 56,100-1,77,500 টাকা ৷ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের ওয়েবসাইটে ৷

আরও পড়ুন: রাজ্য বিদ্যুৎ পর্ষদে নিয়োগ

আবেদন করতে এবং বিস্তারিত জানতে দেখুন esic.nic.in এই ওয়েবসাইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.