ETV Bharat / state

মেট্রো ডেয়ারি মামলায় এবার আরও দুই আমলাকে সমন ইডির

author img

By

Published : Mar 19, 2021, 4:37 PM IST

এর আগে মেট্রো ডেয়ারি মামলায় ইডি তলব করেছিল রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীকে । এবার আরও দুই পদস্থ আধিকারিক গৌতম স্যান্যাল এবং বি পি গোপালিকাকে ডেকে পাঠাল ইডি ৷

মেট্রো ডেয়ারি মামলা
ফাইল ছবি

কলকাতা, 19 মার্চ : যত দিন এগোচ্ছে ততই মেট্রো ডেয়ারি মামলায় নিজেদের তদন্তের ফাঁস আরও আঁটোসাঁটো করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । তদন্তের স্বার্থে এবার দুই প্রভাবশালী আমলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠালো ইডির আধিকারিকরা । এই দুই আমলার একজন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যাল এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রাক্তন সচিব বিপি গোপালিকা ৷ দু'জনকেই 24 মার্চ তলব করা হয়েছে ইডি দফতরে ।

অভিযোগ, গোপালিকা সচিব পদে থাকাকালীন এই দফতরে আর্থিক তছরূপ হয়েছে । তার বিস্তারিত তদন্তের জন্যই এই আমলাকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর । এর আগে মেট্রো ডেয়ারি মামলায় ইডি তলব করেছিল রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীকে । এবার গৌতম স্যান্যাল এবং বি পি গোপালিকাকে ডেকে পাঠানোতে ব্যাপারটা আরও ঘোরালো হয়ে দাঁড়ালো ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এক ইডি কর্তার বক্তব্য, গোপালিকার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রাক্তন সচিব থাকাকালীন ওই দফতরে গুরুতর আর্থিক তছরুপ হয় এবং তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা একান্ত জরুরি । গোপালিকার সময়তে তাঁর দফতরের অধীনে ছিল মেট্রো ডেয়ারি যেখানে আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে ইডি ।

আরও পড়ুন : সারদাকাণ্ডে এবার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে সমন ইডি-র

অভিযোগ, সেসময় ওই দফতরে অধীনে থাকা মেট্রো ডেয়ারিতে আর্থিক গরমিলের ঘটনা প্রকাশ্যে আসে । তারই তদন্তে নেমে ইডি নোটিস পাঠিয়েছে তাঁকে । চলতি মাসের 24 তারিখ সেই সময়কার নথিপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা উল্লেখ রয়েছে নোটিসে । তবে রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে ইডির এই তলব নিরপেক্ষ নয় বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ । এতে রাজনৈতিক চাপ রয়েছে, মনে করছেন তাঁরা ।

এই ভাবে রাজ্যের আমলাদের তলব নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তাঁর মতে এই তলব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তিনি বলেন, "শুধু রাজনৈতিক ব্যক্তিদেরই নয় । এবার আমলাদেরও হেনস্থা করা শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো এজেন্সিদের মাধ্যমে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.