ETV Bharat / state

Rujira Banerjee: সাড়ে 8 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 9:39 PM IST

Etv Bharat
Etv Bharat

সিজিও কমপ্লেক্সে সকাল 11টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। রুজিরার গাড়ি সিজিও চত্বরে পৌঁছে যায় ঠিক সকাল 10 বেজে 55 মিনিটে। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান রুজিরা । এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হল তাঁকে ।

কলকাতা, 11 অক্টোবর: ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার প্রায় সাড়ে আট ঘণ্টা পর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা ৷ এরপর সন্ধ্য়া সাড়ে সাতটা নাগাদ এদিন ইডি দফতর থেকে বেরোলেন তিনি ৷

এদিন সিজিও কমপ্লেক্সে সকাল 11টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। রুজিরার গাড়ি সিজিও চত্বরে পৌঁছে যায় ঠিক সকাল 10 বেজে 55 মিনিটে। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান রুজিরা । এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হল তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের এদিন ইডি দফতরে হাজিরা নিয়ে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর পুলিশের তরফ থেকে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবং লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাতে 2016 সাল পর্যন্ত অন্যতম ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । সেই কারণেই তলব করা হয় তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দেশে ও বিদেশে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 2014 সালের পর থেকে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায়, কোথায় লেনদেন হয়েছে, সেই সমস্ত নথি নিয়েই আজ রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে । সেই মতোই তিনি নির্ধারিত সময় ইডি দফতরে পৌঁছন । মূলত রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজ জানতে চাওয়া হয়, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে ৷ এই সংস্থার আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির সোর্স কী ৷ পাশাপাশি তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হয়, সেই বয়ান দিল্লিতে ইডির সদর দফতেরে পাঠানো হবে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নথি যাচাই করার পাশাপাশি তাঁর বয়ান খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা ৷

আরও পড়ুন: রাজদ্রোহ আইন বদলের নামে কঠোর নাগরিক বিরোধী আইন আনতে চায় কেন্দ্র, সরব মমতা

লিপ্স অ্যান্ড ব্রউন্স কোম্পানির প্রাক্তন ডিরেক্টর তিনি ৷ ইডি জানতে চেয়েছে, তিনি কী দায়িত্ব পালন করতেন ? এই কোম্পানিতে তাঁর ভূমিকা কী ছিল, তাও জানতে চাওয়া হয় বলে খবর ৷ একইভাবে এই কোম্পানি ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷

যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিশেষ কারণে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় 1200 পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় 1000 পাতার নথি জমা দিয়েছিলেন। ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 2000 পাতার বেশি নথি পাঠিয়ে দিয়েছেন ইডি দফতরে ৷ এদিন রুজিরাকে তিনজন তদন্তকারী আধিকারিক জিজ্ঞাসাবাদ করে তার মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.