ETV Bharat / state

ED Charge Sheet: নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডি'র, নাম রয়েছে কুন্তলের

author img

By

Published : Mar 21, 2023, 8:25 PM IST

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি ৷ সেপ্টেম্বর এই মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি (ED probe in recruitment scam) ৷

Etv Bharat
ফাইল ছবি

কলকাতা, 21 মার্চ: রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ জানা গিয়েছে, ইডি'র এবারের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল থেকে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষেরও ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তলকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল (Bengal recruitment scam) ৷

ইডি'র হাতে ধৃত কুন্তল ঘোষ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ৷ এদিন মোট 104 পাতার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি ৷ এই চার্জশিটে 18 জন সাক্ষীর কথাও উল্লেখ করা হয়েছে ৷ জানা গিয়েছে, কুন্তল ঘোষের কাছ থেকে হিসেব বহির্ভূত 1 কোটি টাকা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে ৷ রয়েছে আরও 1 কোটির সম্পত্তির হিসেবেও (ED files supplementary charge sheet)৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তল ঘোষের যোগাযোগের কথাও এই চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ এছাড়াও এই নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে কুন্তল ঘোষের যোগাযোগের কথাও এই চার্জশিটে বলা হয়েছে ৷

এই নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য দু'জনের জেল হেফাজতে রয়েছেন ৷ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্প্রতি ইডি গ্রেফতার করেছে অয়ন শীল নামে এক প্রমোটরকে ৷ সূত্রের খবর, কুন্তলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের যোগাযোগের কথা তাঁকে জেরা করেও জানতে পেরেছেন ইডি'র তদন্তকারীরা ৷ অয়ন শীল নাকি জানিয়েছেন, কুন্তল ঘোষই তাঁর, পার্থ ও মানিকের মধ্যে যোগাযোগ স্থাপন করেছিলেন ৷

আরও পড়ুন: সিবিআইয়ের পেশ করা প্রমাণ বিকৃত নয় তো ? ডিভিশন বেঞ্চে প্রশ্ন 'চাকরিহারা অযোগ্যদের' !

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর রাজ্যে বহু কোটির নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি ৷ সেই চার্জশিটে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ৷ এরপর ডিসেম্বরে একটি সাপ্লিমেন্টরি চার্জশিট জমা করে ইডি ৷ সেখানে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের নাম ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.