ETV Bharat / state

ED calls Abhishek Banerjee: স্ত্রী রুজিরা বেরিয়ে যেতেই নিয়োগ দুর্নীতিতে অভিষেককে তলব ইডি'র

author img

By

Published : Jun 8, 2023, 8:32 PM IST

Updated : Jun 8, 2023, 10:48 PM IST

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করার পর এবার তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদকে তলব করল ইডি ৷ যদিও অভিষেককে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি ৷

কলকাতা, 8 জুন: কয়লা পাচার মামলায় যেদিন ইডির জেরা শেষে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেদিনই ফের একবার ইডি'র তলব অভিষেককে ৷ কয়লা পাচার মামলায় রুজিরাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করে ইডি আধিকারিকরা ৷ আর তিনি যখন সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন, তার কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে ইডি ৷ জানা গিয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 13 জুন মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সুতরাং এই নিয়ে চারবার ইডির জেরার মুখে বসতে চলেছেন তৃণমূলের সাংসদ ৷ তবে এদিন রাতেই নবজোয়ার যাত্রা থেকে অভিষেক জানিয়ে দেন তিনি মঙ্গলবার ইডির ডাকে যাচ্ছেন না ৷

কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে এদিন তিনজন ইডি আধিকারিক কলকাতায় আসেন ৷ ইডি সূত্রে খবর, যে দীর্ঘ প্রশ্নের একটি তালিকা ইডি আধিকারিকরা তৈরি করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তরই দিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিদেশে যাওয়ার প্রসঙ্গেও জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷

সূত্রের খবর, রুজিরা ইডির আধিকারিকদের জানিয়েছেন, তাঁর পরিবারের একজন গুরুতর অসুস্থ আছেন ৷ আর তাঁকে দেখার জন্যই তিনি বিদেশে যাচ্ছিলেন ৷ তদন্তকারী আধিকারিকরা এরপরই তাঁকে প্রশ্ন করেন, যে ব্যাংক অ্যাকাউন্ট তাঁর বিদেশে আছে সেই অ্যাকাউন্টে তিনি লেনদেন কীভাবে করেন ? এর সঙ্গেই, ইডি আধিকারিকরা জানতে চেয়েছেন, রুজিরার নামে কোন কোন কোম্পানি আছে, তাঁর কোম্পানির আয় কি তাও জানতে চাওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৷

আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা

ইডি এদিন রুজিরার আইটি ফাইল সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন ৷ ব্যাংকের স্টেটমেন্টের পাশাপাশি কোম্পানি সংক্রান্ত বেশ কিছু নথি ইডির হাতে দেওয়া হয় ৷ সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মধ্যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যে লিখিত বয়ান দিল্লিতে পাঠানো হয়েছে সেই বয়ান দিল্লির ইডির আধিকারিকরা পুরনো বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন বলে জানা গিয়েছে ৷

সেই সঙ্গে, নতুন কী বয়ান এদিন মিলেছে বা বয়ানের মধ্যে কোনও পরিবর্তণ হয়েছে কি না, তাও দেখবেন ইডি আধিকারিকরা ৷ অন্যদিকে, ইডির তরফে মঙ্গলবার ফের ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে অভিষেককে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি বাঁকুড়া সফরে থাকাকালীন অভিষেককে ডেকে পাঠায় ইডি ৷ সেই রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল সাংসদকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন নদিয়ার নবজোয়ার যাত্রা থেকে ইডিকে কড়া ভাষায় জবাব দিলেন অভিষেক ৷ তিনি বলেন, "আমার স্ত্রীকে ছাড়ার 15 মিনিট পর আমাকে নোটিশ ৷ নবজোয়ার যাত্রা শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে ৷ পঞ্চায়েত ভোট ঘোষণার সময়ই আমাকে লোটিশ পাঠানো হয় ৷ হেনস্তা করা হচ্ছে ৷"

Last Updated :Jun 8, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.