ETV Bharat / state

সদস্যদের অধিকার রক্ষার দাবি উঠল ইস্টবেঙ্গলে

author img

By

Published : Sep 29, 2020, 10:12 PM IST

সদস্যদের ইচ্ছেকে মান্যতা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হোক। মঙ্গলবার ক্লাবের এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে সেই দাবি তুললেন সদস্যরা।

east bengal
east bengal

কলকাতা, 29 সেপ্টেম্বর : কম্পানি নির্ভর ক্লাব নয়, সদস্যদের ইচ্ছেকে মান্যতা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হোক। মঙ্গলবার ক্লাবের এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে সেই দাবি তুললেন সদস্যরা। নবগঠিত শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের প্রস্তাব, বোর্ড অব ডিরেক্টরের নির্দেশে যাবতীয় কাজ চলবে। এই প্রস্তাবে সদস্যরা বিরোধীতা করেছেন। তাদের মতে এই ব্যবস্থা চালু হলে সদস্যদের ভোটে নির্বাচিত কার্যকরী কমিটির কোনও মূল্য থাকে না। সদস্যদের অধিকার লঙ্ঘিত হয়।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ক্লাবের বিভিন্ন বিভাগের সচিবরা তাদের মতামত বোর্ড অব ডিরেক্টরে দেবেন ভায়া ক্লাবের প্রতিনিধির মাধ্যমে। সেই প্রস্তাবের মান্যতা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভাবে বোর্ড অব ডিরেক্টরের ওপর নির্ভর করবে। ISL খেলার সুযোগ সম্প্রতি হয়েছে। ফলে গুছিয়ে নেওয়ার কাজটি যুদ্ধকালীন তৎপরতায় করতে হচ্ছে। এই অবস্থায় মতের অমিল হলেও তার ব্যবধান যাতে বড় না হয় সেব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন দেবব্রত সরকার।

নতুন কোচ নিয়োগ ফুটবলার নেওয়ার ক্ষেত্রে আগামী দুদিনের মধ্যে ক্লাব এবং বিনিয়োগকারীরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন। ইস্টবেঙ্গল ক্লাব সদস্য নির্ভর। তাই তাদের উপেক্ষা করে,অধিকার থেকে বঞ্চিত করার ভাবনা বর্তমান বিনিয়োগ সংস্থার নেই বলে বলা হচ্ছে। এদিনের সভায় প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক বিদেশি ক্লাবের অনুকরণে টেকনিক্যাল কমিটি গঠন করার পরামর্শ দেন। যারা ম্যানেজমেন্ট এবং কোচের মধ্যে সেতুর কাজ করবেন। এই প্রস্তাব জানানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.