ETV Bharat / state

Durga Puja in Canada: অংশগ্রহণ করেন ফাদারও, চার্চে দু’টি সপ্তাহান্তে সপ্তমী থেকে দশমীর পুজো কানাডায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 9:36 PM IST

চার্চের মধ্যেই মায়ের বোধন ৷ দু'সপ্তাহ ধরে শনি-রবিবার করে হয় পুজো ৷ সর্ব ধর্ম-সমন্বয়ের নজির গড়ে তুলেছে কানাডার ওয়াটারলু ৷

Durga Puja in Canada
কানাডায় দুর্গাপুজো

কলকাতা, 18 অক্টোবর: বাঙালি দুর্গাপুজোর মূল উদ্যোক্তা হলেও তাতে সামিল হয় গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ । যার উৎকৃষ্ট উদাহরণ কানাডার অনটারিওর ওয়াটারলু এলাকার পুজো । এই পুজোয় চার্চের পাদ্রীরা সাদরে দুর্গা মাকে নিজেদের চার্চে জায়গা করে দিয়েছেন । এম্যানুয়েল চার্চের মধ্যেই হয় মায়ের বোধন থেকে অষ্টমীর পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো থেকে শুরু করে বিজয়া দশমীর সমস্ত আচার-অনুষ্ঠান পালন করে আসছেন বাঙালিরা । এম্যানুয়েল চার্চ পুজোর সময় পুরোদস্তুর দুর্গা মণ্ডপের চেহারা নেয় । কলকাতার কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা যায় সেখানে । হিন্দু পুরোহিত মাইকে দুর্গা মন্ত্র পড়েন । সেই মন্ত্র মন দিয়ে শোনেন চার্চের ফাদার । স্থানীয়দের বক্তব্য, চার্চ নাকি দুর্গাবাড়ি চেনা যায় না এই সময় !

বিদেশে পশ্চিমবঙ্গের মতো দুর্গাপুজোয় ছুটি পড়ে না ৷ টানা পাঁচদিন ছুটি মেলে না সেখানকার বাসিন্দাদের ৷ তাই সপ্তাহের শেষে শনি-রবিবার করে হয় পুজো । কানাডায় তাই আগের শনি-রবি থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে । আগামী শনি-রবি মানে কলকাতার সপ্তমী-অষ্টমীর দিনে ওখানে ওরা বিজয়া দশমী পালন করবে । এই দু'দিন সকালে খাওয়া-দাওয়া, সাজগোজ,আড্ডা, সিঁদুর খেলা সব সেরে ফেলবে ওয়াটারলুতে থাকা প্রবাসী বাঙালিরা । সন্ধে হলেই শুরু হবে সাংষ্কৃতিক অনুষ্ঠান ।

Durga Puja in Canada
কানাডার ওয়াটারলুতে দুর্গাপুজো মেতেছে বাঙালিরা

এবারে এই পুজোর অন্যতম উদ্যোক্তা অভিষেক গুহ রায় বলেন, "আগামী শনি-রবি আমরা সপ্তমী থেকে দশমী পুজোর সবটাই করে ফেলব । কলকাতা যখন সকলে অষ্টমীর রাতে ঠাকুর দেখাতে গা ভাসাবে, আমাদের এখানে তখন বিজয়ার করুণ সুর বেজে উঠবে । এই দু'দিনের জন্য পুরো অনটারিওর বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি ।"

Durga Puja in Canada
বাঙালিরাই কোমর বেঁধে রান্না করেন খিচুড়ি ভোগ

দুর্গাপুজো মানেই পাঁচদিন ধরে খাওয়া-দাওয়া, সাংষ্কৃতিক অনুষ্ঠান, হই হট্টগোল, ভিড়ভাট্টায় ভাসে বাঙালি । তার সঙ্গে ওয়াটারলুর পুজোর মিল নেই বললেই চলে । কোনও ক্লাব বা হোটেল বা স্কুলের অডিটোরিয়াম নয়, কানাডার অনটারিওর বাঙালিরা দুর্গাপুজো করে একটি চার্চের মধ্যে । 2018 সাল থেকে এমানুয়েল ইউনাইটেড চার্চের মধ্যেই কানাডার অনটারিওর বাঙালিরা পুজো করে আসছে । এই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চার্চের ফাদার । আর এইভাবেই কানাডার অনটারিওর পুজো সর্ব ধর্ম সমন্বয়ের নজির গড়ে তুলেছে ।

Durga Puja in Canada
দুর্গাপুজোর অনুষ্ঠানে কচিকাঁচাদের নাচ

আরও পড়ুন: নজর কাড়ছে বেহালা ফ্রেন্ডস-এর পুজো, নিপুণ দক্ষতায় সেজে উঠছে মণ্ডপ এবং প্রতিমা

2010 সাল থেকে অনটারিওর পুজো শুরু হয় । কানাডা মানেই টরেন্টোর দুর্গাপুজোর কথাই সকলে জানে । কিন্তু টরেন্টো থেকে সরে এসে ওয়াটারলু এলাকায় একেবারে নিজের 'পাড়ার পুজো' শুরু করেন রবিন চট্টোপাধ্যায় । এই পুজো এখন কায়ে কলেবরে অনেক বড় । প্রায় 400 লোকের সমাগম হয় এখানে । এই পুজোর আরও একটা বৈশিষ্ট্য হল, অন্যান্য বিদেশের পুজোর মতো, প্যাকেট খাবার খাওয়ানো হয় না এখানে । বেশ কয়েকজন বাঙালি সদস্য নিজেরাই কোমর বেঁধে খিচুড়ি ভোগ রান্না করেন । কোনও দর্শনার্থী ভোগ না খেয়ে যায় না । ওই 400 লোক চার্চের মধ্যেই পাত পেড়ে ভোগ খেতে বসেন ।

Durga Puja in Canada
শনি-রবি ওয়াটারলুতে হয়েছে সপ্তমী-অষ্টমীর পুজো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.