ETV Bharat / state

সংস্কারের জন্য আগামী 21 ডিসেম্বর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি যাত্রীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 5:11 PM IST

Updated : Dec 19, 2023, 5:26 PM IST

Vidyasagar Bridge Partly Closed: আগামী 21 ডিসেম্বর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ ৷ তবে আংশিক ভাবে বন্ধ থাকবে এই সেতু ৷ এদিন রাত 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ রাখা হবে সেতু । পরিস্থিতি সামল দিতে সেতুর একাংশ খোলা থাকবে ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 19 ডিসেম্বর: সংস্কারের কাজের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু ৷ আগামী 21 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আংশিক ভাবে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ । আজ এমনটাই জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে । ব্রিজের সংস্কারের জন্য আংশিকভাবে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি । এদিন রাত 1টা থেকে রাত 3টে পর্যন্ত বন্ধ রাখা হবে সেতু । পরিস্থিতি সামল দিতে আংশিকভাবে খোলা থাকবে ব্রিজ ।
ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই জানানো হয়েছে যে বিদ্যাসাগর সেতুর রোপ বা কেবেলের সংস্কার করা হবে । এই সেতুকে ধরে রেখেছে এই সমস্ত কেবেল। ওই কেবেল বা রোপগুলির মেরামত এবং আরও কয়েকটি পরিবর্তন করার প্রয়োজন ৷ পাশাপাশি সেতুর পিলারেও সংস্কার করা হবে ৷

নির্দেশিকাতে জানানো হয়েছে, ওইদিন রাত 1 টা থেকে রাত 3 টের মধ্যে দ্বিতীয় হুগলি ব্রিজ-সহ খিদিরপুর রোড, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্রান্ড রোড দিয়ে কোনও পণ্য বাহি গাড়ি চলাচল করতে পারবে না। ওই সময় সমস্ত গাড়িকেই স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে । ইতিমধ্যেই ধাপে ধাপে শুরু হয়েছে সেতু মেরামতের কাজ ।

যেহেতু কলকাতা থেকে হাওড়া পৌঁছনোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেতু ৷ তাই নগরবাসীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই সেতুটিকে আংশিক বন্ধ করে কাজ হচ্ছে । পাশাপাশি এই ব্রিজের লাগোয়া রয়েছে প্রশাসনিক ভবন নবান্ন। তাই কোনও ভাবেই যাতে সেতুর সংস্কারের কাজের জন্য যান চলাচলের ক্ষেত্রে বড়সর সমস্যা সৃষ্টি না হয়, সেটাও এখন ট্রাফিক বিভাগের কাছে একটা বড় চ্যালেঞ্জ । তবে আংশিক বন্ধ থাকায় একুট হলেও সমস্যায় পড়তে হবে নগরবাসীকে তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:

  1. বছর শুরুতেই দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের সম্ভাবনা, শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি চলবে এক লেনে
  2. 6 ঘণ্টা বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু, ট্রাফিক পুলিশের তৎপরতায় হল না যানজট
  3. স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহান্তে দু‘দিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দুর্ভোগের আশঙ্কা
Last Updated : Dec 19, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.