ETV Bharat / state

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

author img

By

Published : Jul 28, 2021, 6:38 AM IST

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷

ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, 28 জুলাই : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী 24 ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এই নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপরে অবস্থান করছে । শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে যাবে । এই সুস্পষ্ট নিম্নচাপ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খন্ড ও বিহারের দিকে অগ্রসর করবে । এই নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে । কিছু কিছু জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা-সহ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ।

শুক্রবার নিম্নচাপটি পশ্চিমের দিকে অগ্রসর করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ ফলে শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে ।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়াতে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । তাই আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ আগামী তিনদিন দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে ৷ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কম ।

আরও পড়ুন : Mamata Banerjee : মোদির পর ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি

নিম্নচাপের প্রভাবে আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামিকাল কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 5.2 মিলিমিটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.