ETV Bharat / state

কুরিয়ারে কলকাতায় মাদক প্রাচার, চেন্নাই থেকে গ্রেপ্তার 3

author img

By

Published : Oct 23, 2020, 8:40 PM IST

এর আগে নারকোটিক কন্ট্রোল ব‍িউরো জানতে পারে কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচারের কথা । সেপ্টেম্বরে সেইমতো পাতা হয় ফাঁদ । ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে NCB । উদ্ধার হয় প্রায় 11 কেজি চরস ।

কুরিয়ারে মাদক প্রাচার
কুরিয়ারে মাদক প্রাচার

কলকাতা, 23 অক্টোবর: ক্রমশ বাড়ছে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারের ঘটনা । কুরিয়ারের মাধ্যমে মাদক চলে যাচ্ছে বিদেশেও । সম্প্রতি কলকাতা পুলিশ কুরিয়ারের মাধ্যমে চিনে চরস পাচারের এক চক্রের পর্দা ফাঁস করে । নারকোটিক কন্ট্রোল বিউরো বিদেশ থেকে আসা মাদক বাজেয়াপ্ত করেছে বেশ কয়েকবার । মার্চে কুরিয়ার সার্ভিসে কলকাতায় আসা নিষিদ্ধ মাদক উদ্ধার করেছিল । পরে চলতি মাসেও একই রকম মাদক উদ্ধার হয় । সেই ঘটনার তদন্তে নেমে বিহার এবং চেন্নাইয়ের যোগ খুঁজে পায় নারকোটিক কন্ট্রোল ব‍িউরো । চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে । বিহার থেকে গ্রেপ্তার করা হয় একজনকে ৷

এর আগে নারকোটিক কন্ট্রোল ব‍িউরো জানতে পারে, কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচারের কথা । সেপ্টেম্বরে সেইমতো পাতা হয় ফাঁদ । ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে NCB। উদ্ধার হয় প্রায় 11 কেজি চরস । NCB সূত্রে জানা যায়, সন্দেহজনক কুরিয়ার খুলতেই বেরিয়ে পড়ে মাদক । একটি বাক্সে নানাভাবে সাজিয়ে সেই চরস হংকংয়ে পাচার করা হচ্ছিল । তারপরই কে ওই চরস পাচার করছিল তার খোঁজ শুরু হয় । সেই সূত্র ধরেই দমদম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মাথা রাজেন মিশ্রকে । তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গানগর এলাকা থেকে অসীম রায় এবং বিশ্বনাথ দাসকে পাকড়াও করা হয় ৷ উদ্ধার হয় বেশ কিছু মাদকও ।

11 মার্চ NCB-র কলকাতা জ়োনাল ইউনিট সন্দেহজনক কুরিয়ার থেকে পেয়েছিল 5.947 কেজি PS এফিড্রিন । যা ড্রাগ হিসেবে ব্যবহারের প্রবণতা ব্যাপকভাবে বাড়ছে । কুরিয়ার কারা পাঠিয়ে ছিল সে সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়নি । ধরা পড়েনি কেউ । পরে 13 অক্টোবর ফের NCB উদ্ধার করে 3.950 কেজি এফিড্রিন । এই দুটি রাসায়নিক বিশেষ ধরনের ঘাস থেকে তৈরি হয় বলে NCB সূত্রে জানা গেছে । চিকিৎসা ক্ষেত্রে যা রক্তচাপ বাড়ানোর জন্য কার্যকর । কিন্তু এই রাসায়নিক অত্যন্ত তীব্র নেশার উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে । অক্টোবরে তা ফের উদ্ধার হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্তে নামে NCB । আর তাতে পাওয়া যায় চেন্নাই এবং বিহার যোগ । এই ঘটনায় চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়েছে কবির ইব্রাহিম, তাবরেজ এম, বসির আহমেদকে । পাশাপাশি বিহারের জাহানাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ হামিদ আলমকে । তাদের কলকাতায় আনার পক্রিয়া চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.