ETV Bharat / state

রাজ্যে করোনা মুক্তিতে অ্যান্টিবডি ককটেলে ভাল সাড়া

author img

By

Published : Jun 4, 2021, 10:10 PM IST

সিএমআরআই হাসপাতালে 4 জন রোগীর শরীরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে । এই 4 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এছাড়া অ্যাপেলো হাসপাতালে 3 জন ও বেলভিউ হাসপাতালে 1 জনকে এই অ্যান্টিবডি ককটেল দেওয়া হয় ৷

অ্যান্টিবডি ককটেলে
অ্যান্টিবডি ককটেলে

কলকাতা, 4 জুন : অ্যান্টিবডি ককটেল ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের নতুন হাতিয়ার ৷ পশ্চিমবঙ্গেও করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি ককটেল ব্যবহার করে ভাল সাড়া পাওয়া গেল ৷ এখনও পর্যন্ত রাজ্যের 8 জন রোগীর শরীরে এই ককটেল প্রয়োগ করা হয়েছিল । একজন বাদ দিয়ে বাকিরা সুস্থ আছেন । সিএমআরআই হাসপাতালে 4 জন রোগীর শরীরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে । এই 4 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এছাড়া অ্যাপেলো হাসপাতালে 3 জন ও বেলভিউ হাসপাতালে 1 জনকে এই অ্যান্টিবডি ককটেল দেওয়া হয় ৷

করোনা মুক্তিতে অ্যান্টিবডি ককটেলে ভাল সাড়া

কিন্তু সবাইকে কি অ্যান্টিবডি ককটেল দেওয়া যাবে?

চিকিৎসকরা বলছেন, সবাইকেই অ্যান্টিবডি ককটেল দেওয়া যাবে ৷ তবে বিশেষ করে যাঁদের বয়স 60 বছরের বেশি, শরীর স্থুলকায়, হার্টের রোগ আছে, ফুসফুসে বড় ধরনের সমস্যা আছে তাঁদের ক্ষেত্রে এই ককটেল বিশেষ উপকারী ৷ যাঁদের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, ডায়াবেটিস আছে, তাঁদেরও এই ককটেল প্রয়োগ করা যাবে ৷ এছাড়া ক্যানসার, এইচআইভি আক্রান্ত রোগীদেরও অ্যান্টিবডি ককটেল দেওয়া যাবে ৷

অ্যান্টিবডি ককটেলের জন্য কীরকম খরচ করতে হবে রোগীর পরিজনদের ?

চিকিৎসকরা বলছেন, এক ফাইল অ্যান্টিবডি ককটেলের দাম 1 লাখ 20 হাজার টাকা ৷ একটি ফাইল থেকে দু’জনের শরীরে এই ককটেল দেওয়া যেতে পারে ৷ অর্থাৎ একজনের খরচ পড়বে 60 হাজার টাকা ৷

এবিষয়ে বেলভিউ হাসপাতালের ইনর্টানাল মেডিসিন স্পেশালিস্ট ডঃ রাহুল জৈন বলেন, "করোনায় অ্যান্টিবডি ককটেল ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়েছে । সত্যি এটা মিরাকেল ড্রাগ আছে কিনা সেটার জানতে আরও কিছুটা সময় লাগবে । কোভিড আক্রান্ত রোগীকে 2-3 দিনের মধ্যে এটা প্রয়োগ করতে হবে । একদম প্রথমিক স্টেজে এই অ্যান্টিবডি ককটেল দিতে হবে । খুব দেরি করে এটা দিলে হবে না । যে কোভিড রোগীর অবস্থা খুব খারাপ । তাঁদের অ্যান্টিবডি ককটেল দিতে হবে ৷ "

আরও পড়ুন : অ্যাজেস বোল ব্যাকগ্রাউন্ডে মহারণের অপেক্ষায় মেন ইন ব্লুজ

সিএমআরআই হাসপাতালের পালমনোলজিস্ট ডঃ রাজা ধর বলেন, " আমরা 4 জন রোগীকে এই অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করেছিলাম । সবাই সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৷ এখন সবাই সুস্থ আছেন । তবে এই চিকিৎসা খুবই ব্যায় সাপেক্ষ । একজন রোগীর জন্য 60 হাজার টাকা খরচ । তবে এই ওষুধ ম্যাজিকের মতো কাজ করছে । গাইডলাইন অনুযায়ী 10 দিনের মধ্যে এটা ব্যবহার করলে ভাল । তবে 5-7 দিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে । একটানা জ্বর থাকলেও এটা ব্যবহার করা যায় ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.