ETV Bharat / state

Dilip Ghosh on State Election Commission: ‘রাজ্যই কমিশনকে চালাচ্ছে’, পৌর নির্বাচনের দিন ঘোষণায় অসন্তুষ্ট দিলীপ

author img

By

Published : Nov 26, 2021, 1:31 PM IST

Dilip Ghosh Criticises Election Commission for announcing  Kolkata Corporation Election 2021 while cases are pending in High Court
রাজ্যকে কটাক্ষ দিলীপের ।

দিলীপের দাবি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আসলে নির্বাচন কমিশন চালাচ্ছে (Dilip Ghosh Criticises Election Commission) । তাই আদালতে মামলা ঝুলে থাকা সত্ত্বেও, কমিশনকে দিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নিচ্ছে রাজ্য সরকার (Mamata Banerjee Government) ।

কলকাতা, 26 নভেম্বর: এত দিন নির্বাচন কমিশনের উপর কেন্দ্রীয় খবরদারির অভিযোগ তুলতেন বিরোধীরা । বাংলায় এবার তার উলটপুরাণ ঘটালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আসলে নির্বাচন কমিশন চালাচ্ছে (Dilip Ghosh Criticises Election Commission) । তাই আদালতে মামলা ঝুলে থাকা সত্ত্বেও, কমিশনকে দিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নিচ্ছে রাজ্য সরকার (Mamata Banerjee Government) ।

দীর্ঘ টালবাহানার পর বৃস্পতিবার কলকাতা পৌরনিগম নির্বাচনের (Kolkata Corporation Election 2021) নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন । সঙ্গে সঙ্গেই তা নিয়ে আপত্তি তোলে বিজেপি । অভিযোগ তোলে, পৌর নির্বাচন নিয়ে হাইকোর্টে ঝুলে থাকা জনস্বার্থ মামলাগুলির নিষ্পত্তি না হলে কোনও ঘোষণা হবে না বলে জানিয়েছিল কমিশন । কিন্তু পৌর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন (West Bengal Election Commission) সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ।

আরও পড়ুন: Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের

এর পর শুক্রবার তা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হন দিলীপও । এ দিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, ‘‘রাজ্য সরকারই নির্বাচন কমিশন চালাচ্ছে ৷ তাই ইচ্ছে মতো যা চাইছে, ঘোষণা করিয়ে নিচ্ছে ৷ যেনতেন প্রকারে জিততেই হবে তৃণমূলকে ৷ তাই কোর্টে মামলা চলছে, এ দিকে কমিশনকে দিয়ে ঘোষণা করিয়ে দেওয়া হচ্ছে ৷’’

19 ডিসেম্বর পৌর নির্বাচন করিয়ে 22 ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন । পুনর্নির্বাচনের প্রয়োজন পড়লে, তা 21 ডিসেম্বর মিটিয়ে নিতে বলা হয়েছে । তাতে দিলীপের প্রশ্ন, কমিশন এত তাড়াহুড়ো করছে কেন ? তাঁর কথায়, ‘‘কোর্টে শুনানি চলছে, এদিকে দিন ক্ষণ ঘোষণা হয়ে গেল । এত তাড়াহুড়ো যে পুনর্নির্বাচনের জন্যও সময় রাখা হয়নি । রাতারাতি গণনা করে সব গুটিয়ে ফেলতে হবে ।’’

আরও পড়ুন: Babul Supriyo on Dilip Ghosh : দিলীপ ঘোষকে আহাম্মক বললেন বাবুল

কমিশন নিরাপত্তার আশ্বাস দিলেও, পৌর নির্বাচনে অশান্তি আটকানো যাবে না বলে দাবি দিলীপের । তাঁর দাবি, বাংলায় কখনও শান্তিতে ভোট হয় না, আর হবেও না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.