ETV Bharat / state

Derek O'Brien Blamed Suvendu: '355 ধারা লাগুর জন্য কী করতে হয় জানি', শুভেন্দুর বক্তব্য নিয়ে সরব ডেরেক

author img

By

Published : Jul 13, 2023, 6:55 PM IST

Updated : Jul 14, 2023, 10:41 PM IST

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, হানাহানি, অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে ৷ সেই হিংসা, অশান্তির ঘটনার দায় কৌশলে বিজেপির ঘারেই চাপাতে চাইল তৃণমূল ৷ আর তার জন্য শুভেন্দুর বক্তব্যকেই হাতিয়ার করল রাজ্যের শাসকদল ৷

Etv Bharat
হিংসার দায় শুভেন্দুর ঘাড়ে চাপালেন ডেরেক

কলকাতা, 13 জুলাই: রাজ্যে 355 ধারা জারি করার জন্য বার বার প্রকাশ্যে সওয়াল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পঞ্চায়েত ভোটের হিংসার পর সেই দাবি আরও জোড়াল ভাবে ধরা পড়েছে তাঁর গলায় ৷ এবার পালটা শুভেন্দুকেই হিংসার জন্য কাঠগড়ায় তুলল তৃণমূল ৷ তাঁর কথাকে সামনে রেখেই বৃহস্পতিবার তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে রাজ্যে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় ৷

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, হানাহানি, অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে ৷ ভোটের দিন হিংসার বলি হয়েছে প্রায় 20 জন ৷ ভোটের আগে থেকে শুরু হওয়া অশান্তি গণনার দিনও থামেনি ৷ চলছে ভোট পরবর্তী অশান্তিও ৷ আর তা নিয়েই ফের একবার রাজ্যে 355 ধারা জারির দাবি শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার গলায় ৷ যদিও পালটা তৃণমূল শুভেন্দুর সেই ভিডিও প্রকাশ করে ঝাঁঝাল আক্রমণের পথে হেঁটেছে এদিন ৷ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন টুইট করে সরাসরি প্রশ্ন তুলেছেন যে, বাংলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হিংসার পিছনে আদতে কে ছিল ? এরপরই, তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকেই স্পষ্ট ইচ্ছাকৃতভাবে 355 ধারা জারি করার মতো পরিবেশ রাজ্যে তৈরি করার চেষ্টা হয়েছিল ৷

  • #EXPOSED

    EXPLOSIVE VIDEO REVEALS WHO WAS BEHIND VIOLENCE IN BENGAL RURAL POLLS@SuvenduWB BJP Leader of the Opposition in Bengal on camera!

    "We have to create an atmosphere where Article 355 (emergency provisions) will have to be implemented. I know how to get all this done." pic.twitter.com/vWuiwu2SUj

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গ্রামে অশান্তির পিছনেও যে বিজেপির এককাংশের হাত ছিল তাও এদিন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন ডেরেক ও ব্রায়েন ৷ শুভেন্দু অধিকারীর একটি ভিডিও পোস্ট করে ডেরেক টুইটে লিখেছেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে বলেছেন, 'আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে 355 ধারা কার্যকর করা সহজ হয়। আমি জানি কীভাবে এই সব করা যায়।'"

আরও পড়ুন: ভাঙড়ে দলের দায়িত্ব ছাড়তে চাইলেন আরাবুল, 'তাজা নেতা'র কথায় জল্পনা

রাজ্যে কখনও 355, কখনও আবার 356 ধারা জারি করতে চেয়ে সওয়াল করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ শুধু বিজেপি নয়, কংগ্রেসের তরফেও এমন দাবি উঠেছে ৷ রাষ্ট্রপতিকে চিঠি লিখে রাজ্যে অবিলম্বে 356 ধারা জারি করার দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সেই দাবি আরও জোড়াল হয়েছে পঞ্চায়েত ভোটের সময় থেকেই ৷ এবার রাজ্যে হিংসা, অশান্তির ঘটনার দায় কৌশলে বিজেপির ঘারেই চাপাতে চাইল তৃণমূল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Jul 14, 2023, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.