ETV Bharat / state

Derek-Abhishek Slam Shah: সন্ত্রাস সত্ত্বেও দারুণ ফল করেছে বিজেপি, দাবি শাহের; পালটা দিলেন ডেরেক-অভিষেক

author img

By

Published : Jul 15, 2023, 7:20 AM IST

Updated : Jul 15, 2023, 8:49 AM IST

ETV Bharat
শাহকে তুলোধনা অভিষেক ও ডেরেকের

সন্ত্রাসকে ছাপিয়েও পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফল করেছে বঙ্গ বিজেপি ৷ এই মর্মে টুইট করলেন অমিত শাহ ৷ পালটা তাঁকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷

কলকাতা, 15 জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দারুণ ফল করেছে। টুইটে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর এই টুইটের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। শাহকে কার্যত তুলোধনা করলেন তৃণমূলের এই দুই সাংসদ ৷ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল তুলে ধরে আক্রমণ করেন ৷ অন্যদিকে, রাজ্যসভার সাংসদ ডেরেক কটাক্ষ করে টুইটারে লেখেন, "আপনি মৃত কর্মীদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা না-জানিয়ে ভোটের ভুয়ো শতাংশ নিয়ে উল্লাস প্রকাশ করছেন ! আর কত নীচে নামবেন ?"

  • পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে

    এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ…

    — Amit Shah (@AmitShah) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সন্ধ্যায় বঙ্গ বিজেপির সাফল্য নিয়ে অমিত শাহ লেখেন, "পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে আটকাতে পারেনি ৷ বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে ৷ এই ফলাফলে প্রমাণিত হয়েছে যে বিজেপির উপর রাজ্যবাসীর আস্থা বেড়েছে ৷ এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের সমর্থন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে রয়েছে ৷ আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আরও ভালো হবে ৷"

  • Mr Home Minister @AmitShah what a distasteful, insensitive statement from you. How much lower can you go?

    As Home Minister, you have the responsibility to protect people, and keep the nation at peace. Instead of showing compassion to grieving families, you are gloating over the… https://t.co/HP8bj6Op93

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, এদিন সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জখম তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন অভিষেক ৷ তিনি সেখান থেকেই সাংবাদিকদের জানান, গতবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোটের হার ছিল 38 শতাংশ ৷ এবার তা কমে হয়েছে 22 শতাংশ ৷ তৃণমূল সাংসদ কারও নাম উল্লেখ না-করেই বলেন, "এক্ষেত্রে কেউ যদি মনে করেন, 38 শতাংশ থেকে 22 শতাংশ হওয়া মানে বেড়ে দ্বিগুণ হওয়া তাহলে এটা তাঁর নিজস্ব ব্যাপার ৷ এই অঙ্কেই যদি দেশ চলে, তাহলে বুঝুন কেমন চলছে দেশ !"

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাফল্য নিয়ে অভিষেক জানান, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভোট 48 শতাংশ থেকে বেড়ে 52 শতাংশ হয়েছে ৷ তাঁর চ্যালেঞ্জ, "লোকসভায় ভোটের এই হার 52 শতাংশ বেড়ে 56 শতাংশ হবে ৷"

Last Updated :Jul 15, 2023, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.