ETV Bharat / state

Dengue Situation: বিধাননগরে নিয়ন্ত্রণে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 3:51 PM IST

Etv Bharat
Etv Bharat

নিয়ন্ত্রণে বিধাননগরের ডেঙ্গি পরিস্থিতি ৷ আক্রান্তের সংখ্যা নিম্নমুখী ৷ বিগত 7 দিন মাত্র 100 জন নতুনভাবে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ পুজোর আগে 1500জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছিল ৷ অক্টোবরের শেষে এই আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 1100 ।

কলকাতা, 1 নভেম্বর: চলতি মাসের প্রথম দিকে বিধাননগর পৌরনিগমের প্রায় সব ওয়ার্ডেই ডেঙ্গির বাড়বাড়ন্তে ঘুম ছুটেছিল নাগরিকদের । পরিস্থিতি মোকাবিলায় তৎপরতার সঙ্গে চেয়ারম্যান সব্যসাচী দত্ত চিঠি দিয়েছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে । তারপরই খানিকটা হলেও স্বস্তি মিলেছে । বিগত 7 দিনে মাত্র 100 জন নতুনভাবে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ পুজোর আগে 1500জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছিল ৷ অক্টোবরের শেষে এই আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 1100 । পরিসংখ্যান অনুযায়ী এই বছর ডেঙ্গি পরিস্থিতি বিধাননগর এলাকায় ভালো বলেই দাবি করেছেন বিএমসি-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য বাণীব্রত বন্দ্যোপাধ্য়ায় ।

কলকাতা লাগোয়া বিধাননগর, সল্টলেক, দত্তাবাদ, এই ব্লক, চিনার পার্ক, বাগুইয়াটি, অশ্বিনীনগর-সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গি পরিস্থিতি চিন্তা বাড়িয়েছিল পৌর প্রশাসনের । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকা ম্যাপিং পক্রিয়া শুরু করে পৌরনিগম । পরিসংখ্যান অনুযায়ী যেসমস্ত এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি সেই এলাকাগুলিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে । তুলনামূলকভাবে যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্য কম সেটিকে কমলা জোন এবং কয়েকজন আক্রান্ত হয়েছেন তাকে হলুদ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে । সেই অনুসারে কোনও এলাকায় একাধিক আক্রান্তের ঘটনা ঘটলে সেখানে পাঠানো হয়েছে রেপিড অ্যাকশন টিমও পাঠানো হচ্ছে । তবে অক্টোবরের শেষের দিকে ডেঙ্গির প্রকোপ নিম্নমুখী হওয়ায় মিলেছে স্বস্তি।

আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বেলেঘাটা আইডিতে মৃত্যু যুবকের

এই প্রসঙ্গে বিধাননগর কর্পোরেশনের মেয়র পরিষদ স্বাস্থ্য বাণীব্রত বন্দ্যোপাধ্য়ায় জানান, এখন পরিস্থিতি আগের থেকে ভালো। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যথেষ্ট নিম্নমুখী । স্বাস্থ্য কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন । গত বছরের তুলনায় এই বছরের এই সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কম । গত বছরে এই সময় 1600র বেশি আক্রান্তের সংখ্যা ছিল যা এখন 1100 হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.