ETV Bharat / state

Demonstration Job Seeking Candidates: চাকরির দাবিতে হাজরা মোড়ে প্রার্থীদের কালীঘাট-অভিযান ঘিরে ধুন্ধুমার

author img

By

Published : Aug 3, 2023, 4:43 PM IST

Etv Bharat
কালীঘাট অভিযানকে ঘিরে ধুন্ধুমার

বঞ্চিত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল । আর সেই অভিযান ঘিরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হাজরা মোড় এলাকা ৷ বিক্ষোভকারীদের আটক করে ভবানীপুর থানার পুলিশ ৷

কালীঘাট- অভিযানকে ঘিরে ধুন্ধুমার

কলকাতা, 3 অগস্ট: চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে ৷ বৃহস্পতিবার ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যতীন দাস পার্ক মেট্রো স্টেশন এবং হাজরা মোড় চত্ত্বরে । আচমকাই চাকরি প্রার্থীরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে থেকে বেরিয়ে বিক্ষোভ দেখতে শুরু করে । যার জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় হাজরা মোড় এলাকা । এরপর ভবানীপুর থানার পুলিশ এসে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় ।

2014 সালের বঞ্চিত উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীরা এদিন কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল । চাকরি প্রার্থীদের দাবি, প্রায় নয় বছর ধরে বঞ্চিত এই যোগ্য চাকরি প্রার্থীরা । এখনও রাজ্য সরকার তাদের নিয়োগ করতে পারছে না বলেও অভিযোগ তাদের । চাকরি প্রার্থীরা অভিযোগের সুরে আরও জানায়, যে দুই বার ইন্টারভিউ দেওয়ার পর এখনও পর্যন্ত প্যানেল প্রকাশ করা হয়নি । এই মর্মে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দরবার করা সত্বেও কোনও সুরাহা পাননি তাঁরা । এদিন বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নিজেদের দাবির কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষোভকারীরা ।

চাকরি প্রার্থীদের দাবি, সেই কারণেই কালীঘাট অভিযান করা হয় । কিন্তু চাকরি প্রার্থীরা যখন যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কালীঘাটের দিকে যেতে শুরু করে তখনই মেট্রো গেটের কাছেই তাঁদের বাধা দেয় পুলিশ । এরপর চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি এবং ধাক্কাধাক্কিও শুরু হয় । ধস্তাধস্তির জেরে একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে । যদিও পরে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: শিশু পাচার চক্রে লালবাজারের স্ক্যানারে স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক

কয়েকজন চাকরি প্রার্থী রাস্তার উপর শুয়ে পরেই বিক্ষোভ দেখতে থাকে । এদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে ভবানীপুর পুলিশ এবং তাঁদের লালাবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.