ETV Bharat / state

বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু

author img

By

Published : Jul 2, 2021, 3:01 PM IST

Updated : Jul 2, 2021, 4:47 PM IST

রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব । তাঁর ভাষণে সেসবের উল্লেখ নেই । সেই জন্য হয়ত রাজ্যপাল বাধ্য হয়েছেন বিধানসভায় তাঁর ভাষণ শেষ না করে বেরিয়ে যেতে । বিধানসভা থেকে বেরিয়ে বললেন শুভেন্দু অধিকারী ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কলকাতা, 2 জুলাই : বিধানসভার অধিবেশনে প্রারম্ভিক ভাষণ পুরো শেষ না করেই বেরিয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আর সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি । বিধানসভা কক্ষের ভিতরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা । রীতিমতো সাংবাদিক বৈঠক করে একের পর এক তিরে রাজ্যের শাসক দলকে বিদ্ধ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মমতার সরকারকে কার্যত তুলোধনা করলেন ।

রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার বিষয়ে উল্লেখ নেই ৷ বলা হচ্ছে, যে প্রচার করা হচ্ছে , সব মিথ্যা ৷ সব দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ কোথাও কোনও ধর্ষণ, লুঠপাট হয়নি ৷ আর এই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী শিবির ।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ পেয়ে রাজ্যপাল শীতলকুচি ও নন্দীগ্রামে গিয়েছিলেন ৷ শুভেন্দুর অভিযোগ, রাজ্যপালের যাওয়া আটকানোর জন্যই বাংলায় কার্যত লকডাউন করা হয়েছে ৷

বললেন, "রাজ্যপালকে লিখে দেওয়া ভাষণ নিয়ে আমরা হতাশ । রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব । তাঁর ভাষণে সেসবের উল্লেখ নেই । সেই জন্য হয়ত রাজ্যপাল বাধ্য হয়েছেন বিধানসভায় তাঁর ভাষণ শেষ না করে বেরিয়ে যেতে ।"

'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ

তাঁর আরও অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন নিয়ে সারাদিনের আলোচনা চাওয়া হয়েছে, কিন্তু তা এখনও স্বীকৃত হয়নি ।

একইসঙ্গে হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি । বললেন, "রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে । হাইকোর্টের নির্দেশে বোঝা যাচ্ছে, রাজ্যপাল হিংসার যে কথা বলছেন, তা সত্য । এটি প্রমাণিত । একইসঙ্গে, রাজ্যের বক্তব্য যে মিথ্যা, তাও স্পষ্ট ।"

শুভেন্দুর অভিযোগ, "দু'মাস হয়ে গেল, কোথাও চিহ্নিত দোষীদের ধরা হয়নি । পুলিশ, জেলাশাসক, এসপি, ডিএম -- সবাইকে ব্যবস্থা নেওয়ার কথা বলে হয়েছে । আমাদের দলের বিধায়কদের অভিজ্ঞতা খুব তিক্ত । নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত হওয়া উচিত এবং মামলাগুলিকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত । তাহলেই প্রকৃত দোষীরা সাজা পাবে ।"

Last Updated : Jul 2, 2021, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.