ETV Bharat / state

Bogtui Case: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় অন্তর্তদন্ত শুরু দিল্লির সদর দফতরের

author img

By

Published : Dec 13, 2022, 11:29 AM IST

Delhi headquarters starts investigation on death of accused in Bogtui Case in CBI custody
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় অন্তর্তদন্ত শুরু দিল্লির সদর দফতরের

সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডে (Bogtui Case) ধৃত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় (Accused dies in CBI custody) অন্তর্তদন্ত শুরু করল দিল্লির সদর দফতর (Delhi CBI headquarters)৷

কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই কাণ্ডে (Bogtui Case) ধৃত মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর (Accused dies in CBI custody) ঘটনায় এ বার অন্তর্তদন্ত শুরু করল সিবিআই (Delhi CBI headquarters)। গতকাল ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে তৎপর হয়েছে সিবিআই-এর দিল্লির সদর দফতর ।

জানা গিয়েছে, দিল্লিতে সিবিআই-এর সদর দফতরের তরফে জানতে চাওয়া হয়েছে যে, ঘটনার সময়ে তদন্তকারী আধিকারিক কোথায় ছিলেন ? এছাড়াও সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং কোনও অভিযুক্তকে হেফাজতে রাখতে গেলে আইনসম্মত যে সব বিধিনিষেধ মেনে চলতে হয়, সেই সব ব্যবস্থা আদৌ ছিল কি না ৷

এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিবিআই-এর দিল্লির সদর দফতরের তরফে একজন উচ্চপদস্থ সিবিআই আধিকারিকের নেতৃত্বে একটি দল গঠন করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর । পাশাপাশি সিবিআইয়ের তরফে জানতে চাওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট অস্থায়ী ক্যাম্পে ঘটনার দিন কোন কোন সিবিআই আধিকারিক হাজির ছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে কারা কারা ছিলেন, তাঁদের নাম ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে । সিবিআই সূত্রে খবর, নামের তালিকা তাঁদের হাতে এসে পৌঁছলেই প্রত্যেক আধিকারিক এবং নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ।

বীরভূম জেলা পুলিশ সূত্রের খবর, রামপুরহাটে সিবিআই অস্থায়ী ক্যাম্পে বগটুই কাণ্ডে ধৃত লালন শেখের জেরা চলাকালীন মৃত্যু হয় । জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে পঞ্চাশে ঘটনাটি ঘটে । রাতেই গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে । মঙ্গলবার সকাল থেকেই উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে হাজির হন ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে লালন শেখ মৃত্যুর তদন্ত, জানালেন বীরভূমের পুলিশ সুপার

বগটুইয়ের ঘটনায় 21 মার্চ লালন শেখের বিরুদ্ধে অভিযোগ ওঠে । জানা যায়, বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড় শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে । তার জেরে হওয়া পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় 10 জনের মৃত্যু হয় । পরে আদালতের হস্তক্ষেপে গোটা ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাত থেকে চলে যায় সিবিআইয়ের হাতে । এরপরেই ঝাড়খণ্ডের পাকুর এলাকা থেকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত লালন শেখকে । গত 4 ডিসেম্বর রামপুরহাট আদালতে পেশ করা হয় লালনকে এবং সেখানেই তাঁকে 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.