ETV Bharat / state

NCPCR Delegation at Kolkata: কী লুকোচ্ছে বাংলার সরকার ? তিলজলা ও মালদার ঘটনায় প্রশ্ন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

author img

By

Published : Mar 31, 2023, 9:16 PM IST

কলকাতায় পৌঁছল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধিদল ৷ তিলজলায় মৃত শিশুর পরিবারে সঙ্গে দেখা করার পরে মালদার স্কুলে যৌন নির্যাতনের শিকার নাবালিকার বাড়িতে যাবেন ঘটনার তদন্ত করতে ৷

NCPCR Delegation at Kolkata ETV BHARAT
কলকাতা জাতীয় শিশু সুরক্ষা কমিশন

কলকাতায় পৌঁছল জাতীয় শিশু সুরক্ষ কমিশনের প্রতিনিধি দল

কলকাতা, 31 মার্চ: বাংলার সরকার কী লুকোতে চাইছে ? তা কমিশন বুঝতে পারছে না ৷ শুক্রবার কলকাতায় পৌঁছে এ কথা জানালেন, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধিদল ৷ তাঁরা তিলজলায় মৃত শিশু এবং মালদার স্কুলে যৌন নির্যাতনের শিকার নাবালিকার বাড়িতে পরিদর্শনে যান এদিন ৷ এই দলে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো এবং সচিব রূপালি বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তাঁরা ৷ প্রথমে তিলজলায় 7 বছরের শিশু কন্যার বাড়িতে যাবেন ৷ তারপর শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা ৷ আগামিকাল দিল্লি ফিরে যাবেন ৷

কলকাতা বিমানবন্দরে নেমে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জানান, তাঁরা আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ রাজ্য সরকারকে তাঁরা জানিয়ে দিয়েছেন, প্রথমে তিলজলায় এবং তারপর সেখান থেকে মালদায় যাবেন ৷ তিলজলার ঘটনায় তদন্তকারী আধিকারিক, ময়নাতদন্তকারী চিকিৎসক ও অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকার কী এবং কেন লুকাতে চাইছে ? সেটা বুঝতে পারছি না ৷ যতটা জিজ্ঞাসা আপনাদের রয়েছে, ঠিক ততটা জিজ্ঞাসা আমাদেরও রয়েছে ৷"

উল্লেখ্য, এই দুই ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে দিল্লি থেকে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ কিন্তু জবাবে পশ্চিমবঙ্গের শিশু অধিকার সুরক্ষা কমিশন তাদের চিঠিতে জানায়, পরিদর্শনে আসার প্রয়োজন নেই ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোকে গত বৃহস্পতিবার এই নিয়ে একটি চিঠি দিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ৷ সেখানে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন জানতে পেরেছে, প্রিয়াঙ্ক কানুনগো কলকাতা এবং মালদায় যেতে চান ৷ আর এর কারণ সম্প্রতি কলকাতার তিলজলায় শিশুর হত্যা ৷ আর দ্বিতীয় কারণ মালদার স্কুলে নাবালিকার যৌন নির্যাতন ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে জবাব তলব এনসিপিসিআরের, আসতে পারে প্রতিনিধিদল

কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছিলেন সুদেষ্ণা রায় ৷ দুই ঘটনাতেই প্রথম অভিযোগ দায়ের হওয়ার পরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান ৷ আর মালদার ঘটনায় পরবর্তী তদন্ত চলছে বলে জানিয়েছেন সুদেষ্ণা রায় ৷ আর তিলজলায় শিশুকন্যাকে খুনের ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে কলকাতার তিলজলা এলাকায় এক 7 বছরের শিশুকে হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে ৷ অন্যদিকে মালদায় সরকারি স্কুলে ক্লাস চলাকালীন এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.