ETV Bharat / state

চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 426

author img

By

Published : Feb 4, 2020, 12:47 PM IST

Updated : Feb 4, 2020, 12:56 PM IST

ভারতে ইতিমধ্যে তিনজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কেরালা সরকার বিষয়টিকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা করেছে ৷ ওড়িশাতেও মোট আটজনকে কোরোনা আক্রান্ত সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয় ৷

corona death toll
চিনে কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল 426

বেজিং, 4 জানুয়ারি: চিনে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 426 ৷ আক্রান্তের সংখ্যা ছাড়াল 20 হাজার ৷ কোরোনার কারণে চিনের সঙ্গে সীমান্ত রেখা বন্ধ করেছে মোঙ্গলিয়া, উত্তর কোরিয়া ও রাশিয়া ৷

ভারতে ইতিমধ্যে তিন জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কেরালা সরকার বিষয়টিকে বিপর্যয় বলে ঘোষণা করেছে ৷ ওড়িশাতেও মোট আটজনকে কোরোনা আক্রান্ত সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁদের মধ্যে পাঁচজনের রিপোর্ট নেগেটিভ হলেও বাকিদের রিপোর্ট এখনও জানা যায়নি ৷

এছাড়াও রাজস্থান ও পশ্চিমবঙ্গে আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে বিশেষ নজরে রাখা হয়েছে ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলায় ছয়টি মেডিকেল কলেজ সহ সাতটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷

Rampur (Uttar Pradesh), Feb 04 (ANI): A historical exhibition was held at Rampur's Raza Library. Indo-Uzbek books, paintings and ancient utensils etc were exhibited. The exhibition was inaugurated by Uzbekistan Ambassador Farhod Arziev. The event showcased items related to India and Uzbekistan's ancient manuscript, arms etc. A similar exhibition was held at Delhi's National Museum as well. Event is open for locals and scholars as well.
Last Updated : Feb 4, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.