ETV Bharat / state

স্বস্তি বাড়িয়ে সংক্রমণ নিম্নমুখী, তবে বদল নেই মৃত্যুহারে

author img

By

Published : May 29, 2021, 8:46 PM IST

রাজ্যে করোনা পরীক্ষা বাড়লেও নিম্নমুখী দৈনিক সংক্রমণ ৷

COVID 19
COVID 19

কলকাতা, 29 মে : রাজ্যে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা ৷ কিন্তু দৈনিক আক্রান্তের হার নিম্নমুখী ৷ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল 12 হাজারের নিচে ৷ গত 24 ঘণ্টায় 63 হাজার 518 জনের করোনা পরীক্ষা হয়েছে ৷

একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 11 হাজার 514 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 12 হাজার 193 ৷ অর্থাৎ, গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমেছে 700-র মতো ৷ তবে আক্রান্ত কমলেও মৃত্যুর সংখ্যা দেড়শোর আশপাশে ঘোরাফেরা করছে ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 145 ৷ আজ মৃত্য়ুর সংখ্যা কিছুটা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 148 জন ৷ বাড়ছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 18 হাজার 774 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 91.32 শতাংশ ৷

আরও পড়ুন : গৃহপরিচারিকা ও আয়াদের টিকা দেওয়ার প্রস্তুতি কলকাতা পৌরনিগমের

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে প্রথমস্থানে রয়েছে উত্তর 24 পরগনা ৷ যদিও দৈনিক মৃত্যুর ক্ষেত্রে জেলাটিকে ছাপিয়ে গিয়েছে শহর কলকাতা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় 44 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷ উত্তর 24 পরগনায় এই সংখ্যাটি 36 ৷ একদিনে উত্তর 24 পরগনা ও কলকাতায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে 2 হাজার 441 ও 1 হাজার 735 জন ৷ দক্ষিণ 24 পরগনা ও হাওড়াতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ গতকালের চেয়ে পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তিনশোর নিচে এবং দার্জিলিংয়ে পাঁচশোর নিচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.