ETV Bharat / state

Cyclone Sitrang: শক্তি আরও বাড়ছে ঘূর্ণিঝড়ের, সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন

author img

By

Published : Oct 24, 2022, 10:43 AM IST

Updated : Oct 24, 2022, 11:11 AM IST

সরাসরি আছড়ে না পড়লেও সিত্রাংয়ের (Cyclone Sitrang) প্রভাব থেকে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ ৷ বাংলাদেশের বরিশালে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও সিত্রাংয়ের জেরে বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(West Bengal Weather Update) ৷

Cyclone Sitrang likely to become severe cyclonic storm
Cyclone Sitrang likely to become severe cyclonic storm

কলকাতা, 24 অক্টোবর: বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে আছড়ে পড়ার আগে সেটির আরও শক্তি সঞ্চয় করবে (Cyclone Sitrang likely to become severe cyclonic storm) ৷ ঘূর্ণিঝড় সিত্রাং-এর জেরে আজ 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পাড়ে ৷

ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে তার উপর নজর রেখেছে প্রশাসন। রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতর ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে । সেখান থেকে নজরদারি চলছে। দমকল বিভাগ থেকে শুরু করে কলকাতা পৌরনিগম সকলকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও পরিস্থিতির দিকে নজর রেখেছেন । ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ঘিরে নিজেদের প্রস্তুতির কথা সাংবাদিকদের জানিয়েছে দমকল বিভাগ । পাশাপাশি কলকাতা পৌরনিগমও প্রস্তুতি নিয়ে রেখেছে । গত কয়েকটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর পরিস্থিতি কেমন হয়েছিল তা দেখে নিয়েই এবারের প্রস্তুতি নেওয়া হয়েছে । এদিকে সিত্রাং-এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া এর জেরে উত্তর উপকূলীয় ওড়িশায় বিচ্ছিন্ন থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার সকাল 5:30টা নাগাদ সাগরদ্বীপ থেকে 580 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের বরিশাল থেকে 740 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল ৷ সিত্রং-এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে সুন্দরবন এবং বাংলাদেশে ৷ ভরা কোটাল রয়েছে যার জেরে সমুদ্রে জলোচ্ছাস 6 মিটার পর্যন্ত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর (Sitrang Update) ৷

উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ৷ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলের তিনকোনা আইল্যান্ড এবং সন্দ্বীপের মধ্য দিয়ে স্থল ভাগে প্রবেশ করবে । 25 ও 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 24 তারিখ ৷ দুই 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে । 25 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও নদিয়া জেলাতে (West Bengal Weather Update) ।

24 এবং 25 হাওড়া হুগলি হালকা মাঝারি বৃষ্টি হবে । সোমবার দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে 45 থেকে 55 এবং গাস্টিং 65 কিলোমিটার । 30 থেকে 40 এবং গাস্টিং 50 কলকাতা-সহ হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ৷ 25 তারিখ দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ বেড়ে 80 থেকে 90 হবে ৷ পূর্ব মেদিনীপুরে 60 থেকে 70 ও গাস্টিং 80 থাকবে ৷ কলকাতা-সহ বাদ বাকি জেলাগুলোর 40 থেকে 45 এবং গাস্টিং 60 থাকবে (Cyclone Sitrang) ৷

আরও পড়ুন: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিত্রাংয়ের জেরে মাটি হতে পারে আলোর উৎসব

মৎস্যজীবীদের 23 থেকে 25 তারিখ মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যারা গিয়েছে তাদেরকে আজকের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । হাওয়া অফিস সূত্রে খরর, সমুদ্রে স্থানে নামার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিস বন্ধ থাকবে সোমবার ও মঙ্গলবার ৷

Last Updated : Oct 24, 2022, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.