ETV Bharat / state

Rainfall Predicted on Dashami: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশ অভিমুখী, ভারী বৃষ্টিতে পণ্ড হতে পারে দশমী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 7:11 AM IST

Rainfall Predicted on Dashami
দশমীতে বৃষ্টির সম্ভাবনা

Rainfall Predicted in South Bengal on Dashami: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশ অভিমুখী হলেও তার পরোক্ষ প্রভাবে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায় ৷

কলকাতা, 24 অক্টোবর: দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা । ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন । তবে তা বঙ্গের উপকূলে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা নেই । তাই সরাসরি প্রভাব এই রাজ্যে পড়বে না বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে নিম্নচাপের জেরে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৷

হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে । যা গত ছয় ঘণ্টা ধরে 14 কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্বদিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । যার নাম দেওয়া হয়েছে হামুন । ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে 18 দশমিক 3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 87 দশমিক 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে । যা ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে 230 কিলোমিটার দূরে, দিঘার দক্ষিণে 360 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের দক্ষিণ-দক্ষিণপশ্চিম খেপুপাড়া থেকে 510 কিলোমিটার দূরে রয়েছে ।

আগামী 12 ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করবে এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে । এরপর এই তীব্র ঘূর্ণিঝড়টি উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম উপকূলের উপর দিয়ে যাবে ।

আরও পড়ুন: ধুনুচি নাচে মাতলেন রানি, কাজলের সঙ্গে খুনসুটি, মুখোপাধ্যায় বাড়ির পুজোতে তারকাদের মেলা

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আজ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে । হামুনের প্রভাবে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । আগামিকাল 25 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । এই দুর্যোগের প্রভাবে ধান এবং শস্যের ক্ষতির আশংকা রয়েছে ।

সোমবার নবমীতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 6 দশমিক 2 মিলিমিটার । আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশপাশে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.