ETV Bharat / state

শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 11:17 AM IST

Governor CV Ananda Bose: ইডি আধিকারিকদের হামলার পর কেটে গিয়েছে আরও বেশ কয়েকদিন ৷ এখনও পর্যন্ত অধরা শেখ শাহজাহান ৷ কেন তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না, রাজ্যের ব্যাখ্যা শুনলেন রাজ্যপাল ৷ কী বললেন তিনি?

Governor CV Ananda Bose
বৈঠকে রাজ্যপাল

কলকাতা, 12 জানুয়ারি: শাহজাহান শেখের গ্রেফতারিতে বিলম্ব! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সাংবাদিকের প্রশ্নের উত্তরের রাজ্যপাল বলেন, "রাজ্যের শীর্ষ পদাধিকারীরা আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়। কিছু জ্বলন্ত ইস্যুর কথাও তাঁরা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি গোপন রাখতে চাই।"

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য সচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। টানা এক ঘণ্টারও বেশি বৈঠকে সন্দেশখালি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সে বিষয়ে এদিন প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "আমার বক্তব্য রেকর্ডে আছে এবং কেন বিলম্ব হচ্ছে তা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। যেহেতু তদন্ত চলছে, আমি চাই না বিস্তারিত প্রকাশ করতে।"

সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান কেন এখনও গ্রেফতার হলেন না এবং তাঁর গতিবিধির ইতিহাস-সহ বিস্তারিত তথ্য রাজ্য প্রশাসনের কাছে আগেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই সিআইএসএফ, বিএসএফ এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে রাজভবনে ইডি কর্তার আগমন ঘটে। তাঁর সঙ্গেও আলোচনা হয়। এই ধারাবাহিক বৈঠক পারস্পরিক সম্পর্কযুক্ত বলেই দাবি করছে রাজভবন সূত্র। কিন্তু, রাজ্যপাল বা রাজভবনের তরফে তেমন কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ পাশাপাশি রাজ্যের দুই শীর্ষ আধিকারিক কিছু জানাননি।

এদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি তৃণমূল নেতা শাহাজান শেখকে। আধিকারিকদের যারা আক্রমণ করেছিলেন তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় গত রবিবার রাজভবনে রাজ্যের দায়িত্বে থাকা ইডি আধিকারিকদের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে গোপন বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই রাজ্যের কাছে একাধিক বিষয়ের দ্রুত রিপোর্ট তলব করেন তিনি।

রাজভবন সূত্রের দাবি, গতকালের আলোচনায় মূলত যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে রয়েছে, রেশন কেলেঙ্কারিতে ব্যবস্থা কী নেওয়া হয়েছে, অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন এখনও গ্রেফতার করা হয়নি, শেখ শাহজাহান ভারতে আছেন নাকি সীমান্ত অতিক্রম করেছেন , আইনশৃঙ্খলা ব্যর্থতার দায়ভার কার, দায়িত্বে ব্যর্থ পুলিশ অফিসারদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

1. ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি

2. হরেক রঙে সেজে উঠেছে শহরের রাস্তা, হঠাৎ কেন উৎসবমুখর তিলোত্তমা ?

3. সম্বল বলতে মনের জোর, এক পা নিয়ে সাইকেল চালিয়ে অযোধ্যার পথে রামভক্ত সৌমিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.