ETV Bharat / state

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের

author img

By

Published : Nov 14, 2019, 9:08 AM IST

কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার ভাবনাচিন্তা করছে তা আগেই জানিয়েছিলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে গতকাল সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল । 2020 সালের 28 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সান্মানিক D.Litt দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ।

অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা, 14 নভেম্বর : 2020 সালের 28 জানুয়ারি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । ওই অনুষ্ঠানেই সাম্মানিক D.Litt দেওয়া হবে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে । তাঁকে D.Litt দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আগেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে গতকাল সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল ।


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "সিন্ডিকেটে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে সমাবর্তনে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হবে । 28 জানুয়ারি সমাবর্তন হবে । সিন্ডিকেটে শুধু সমাবর্তনের দিন, সময় আর কাকে D.Litt দেওয়া হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

CU to honour Abhijit Banerjee with D.Litt
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার ভাবনাচিন্তা করছে, তা আগেই জানিয়েছিলেন উপাচার্য । ২২ অক্টোবর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার বাড়িতে আসেন তখন সাম্মানিক D.Litt দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে ই-মেল ও ফোনে যোগাযোগ করেছিলেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । D.Litt সম্মান গ্রহণে সম্মত হয়েছিলেন নোবেলজয়ী । তিনি জানিয়েছিলেন, ২৪ জানুয়ারির পরে কোনও দিন ঠিক করলে ভালো হয় । পাশাপাশি, তিনি উপাচার্যকে জানিয়েছিলেন, তিনি গর্ববোধ করছেন । কারণ প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করলেও তাঁর প্রথম ডিগ্রিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই । তাই সেখান থেকে D.Litt সম্মান পাওয়াটা তাঁর কাছে গর্বের । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান জানুয়ারি মাসেই হয় । তাই নোবেলজয়ীর অনুরোধের কথা মাথায় রেখে 28 জানুয়ারি সমাবর্তন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ।
Intro:কলকাতা, ১৩ নভেম্বর: ২০২০ সালের ২৮ জানুয়ারি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানেই সান্মানিক D.Litt দেওয়া হবে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে D.Litt দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আগেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে আজ সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল।

Body:কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকের সিন্ডিকেটে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে সমাবর্তনে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হবে। ২৮ জানুয়ারি সমাবর্তন হবে। আজকের সিন্ডিকেটে শুধু সমাবর্তনের দিন, সময় আর কাকে D.Litt দেওয়া হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

কলকাতা বিশ্ববিদ্যালয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার ভাবনাচিন্তা করছে তা আগেই জানিয়েছিলেন উপাচার্য। গত ২২ অক্টোবর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার বাড়িতে আসেন তখন তাঁকে সাম্মানিক D.Litt. দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে ই-মেইল ও ফোনে যোগাযোগ করেছিলেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। D.Litt. সম্মান গ্রহণে সম্মত হয়েছিলেন নোবেলজয়ী। তিনি জানিয়েছিলেন, ২৪ জানুয়ারির পরে কোনও দিন ঠিক করলে ভালো হয়। পাশাপাশি, তিনি উপাচার্যকে জানিয়েছিলেন, তিনি গর্ববোধ করছেন। কারণ প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা হলেও, তাঁর প্রথম ডিগ্রিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই। তাই সেখান থেকে D.Litt. সম্মান পাওয়াটা তাঁর কাছে গর্বের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান জানুয়ারি মাসেই হয়। তাই নোবেলজয়ীর অনুরোধের কথা মাথায় রেখে ২৮ জানুয়ারি সমাবর্তন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.