ETV Bharat / state

CPIM on DA Issue: পৌরনিগমের অভ্যন্তরে ডিএ ইস্যুতে সুর চড়াতেই কর্মীদের মধ্যে প্রভাব বাড়ছে বামেদের

author img

By

Published : Feb 23, 2023, 12:38 PM IST

ETV Bharat
সিপিএম

কলকাতা পৌরনিগমে মহার্ঘভাতা বৃদ্ধি ইস্যুতে সুর চড়াচ্ছে সিপিএম (CPIM)৷ তাতেই নাকি তাদের প্রভাব অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের উপর পড়ছে বলে বিশ্বাস বাম সংগঠনের ৷

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বুক ফাটলেও মুখ ফুটবে না, বর্তমানে একটা বড় অংশের সরকারি কর্মীদের এমনই অবস্থা । তার অন্যথা হয়নি কলকাতা পৌরনিগমের কর্মী মহলেও (DA Issue at Kolkata Municipal Corporation)। শাসকের প্রতি চাপা ক্ষোভ কয়েকগুণ বেড়েছে বকেয়া ডিএ- সহ নানা ইস্যুতে । আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ফের চাঙ্গা হচ্ছে বাম শ্রমিক, কর্মচারী, ইঞ্জিনিয়ার সংগঠন (Left Front on DA Issue)। বর্তমানে ক্রমশ কমতে কমতে তলানিতে ঠেকেছে কলকাতা পৌরনিগমের স্থায়ী কর্মীর সংখ্যা । পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্থায়ী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে কমবেশি 16 হাজার ।

রাজ্য সরকারি কর্মীদের সমান বেতন ও ডিএ পেয়ে থাকেন পৌরকর্মীরা । ফলে সরকারি কর্মীদের বর্তমানে যে পরিমাণ ডিএ বকেয়া ঠিক সমান পরিমাণ বকেয়া পৌরকর্মীদেরও । সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ প্রভাবিত কেএমসি ক্লার্কস সংগঠন ডিএর দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিলে নামে । শুধু তাই নয় দীর্ঘ দিন স্থায়ী পদে সেই অর্থে নিয়োগ হয়নি পৌরনিগমে । অন্যদিকে দিনে দিনে কাজের পরিসরও বাড়ছে । ফলে যারা কাজ করছে তাদের উপর চাপ প্রবল হচ্ছে (CPIM Agitation on DA Issue at KMC)।

এই শূন্যপদে লোক নিয়োগ নিয়েও লাগাতার আন্দোলন চালায় । ইঞ্জিনিয়ার থেকে কর্মী-শ্রমিক সকলের রাজ্য সরকারি হেল্থ স্কিমের মত সুযোগ সুবিধার দাবি করে আন্দোলন বৃদ্ধি করে । আছে অবসর প্রাপ্তদের পেনশন থেকে গ্র্যাচুইটি মেটানোর দাবিও । ফলে কর্মীদের হকের প্রতিটা দাবি ধরে আন্দোলন করাতে কর্মীদের মন ছুঁয়ে যেতে অনেকটাই সফল হয়েছেন তাঁরা । তবে এযাবৎকালে বহু শাসকদলের শ্রমিক সংগঠনের কর্মীরা আছেন যাঁরা প্রকাশ্যে লাল ঝান্ডার তলায় আসতে চান না, মিছিলে পা মেলান না বটে কিন্তু বামেদের এই দাবিকে সমর্থন জানান ।

আরও পড়ুন : বাংলাকে বাঁচাতে পারে একমাত্র সিপিআইএম, দাবি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের

পৌরনিগম সূত্রে খবর, কর্মী আন্দোলনকে সামনে রেখে কর্মী সংযোগ ব্যাপকভাবে করেছে বাম সংগঠনগুলো । 16 হাজার স্থায়ী কর্মীর প্রায় 8 হাজারের বেশি কর্মী এখন তাদের পক্ষে । তার মধ্যে একটা বড় অংশ আধিকারিক পর্যায় রয়েছেন ৷ যারা বঞ্চিত হলেও আইন মাফিক ইউনিয়নে সরাসরি যুক্ত থাকতে পারেন না । সেখানে শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ছাতার তলায় আছে প্রায় সাড়ে চার হাজার কর্মী । যা বাম ইউনিয়নের সদস্য সংখ্যার প্রায় অর্ধেক । কংগ্রেসের ও বিজেপির সংগঠন করেন বা যুক্ত আছেন পক্ষে এমন সংখ্যা আড়াই থেকে 3 হাজার ।

বর্তমানে বহু আন্দোলন বাম-কংগ্রেস যৌথভাবে করে । ফলে ডিএর দাবিতে যদি বাম ইউনিয়নগুলোর আন্দোলন জোর বাড়ায় তবে প্রশাসন চালাতে বর্তমান তৃণমূল বোর্ড সমস্যার সম্মুখীন হলেও হতে পারে ৷ আর দাবি না মিটল তেমন পরিস্থিতি করা হবে বলেই হুঁশিয়ারি দিচ্ছে বাম সংগঠন ৷ এই বিষয়ে বামকর্মী সংগঠনের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, "আমরা কর্মী স্বার্থে লড়াই করছি । তাই কর্মীরা পাশে থাকছেন । ডিএ-সহ যে দাবিগুলো রেখেছি তা না মিটলে পৌর প্রশাসনকে নাকানি-চোবানি খেতে হবে । সেই জায়গায় যেতে যাতে আমদের বাধ্য না করে কর্তৃপক্ষ ।"

এদিকে 3 শতাংশ ডিএ ঘোষণায় খুশি তৃণমূল শ্রমিক সংগঠন । তাঁরা অবশ্য বামেদের আন্দোলনকে পাত্তা দিতে চাইছে না । এই বিষয়ে সংগঠনের নেতা শ্রীমন্ত ঘোষাল বলেন, "ওরা ওদের মতো করছে । বাম বোর্ডের সময় আন্দোলন শুরু করে পিছিয়ে যেত । আর্থিক সঙ্কটের মধ্যেও যে ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমরা তাতেই খুশি ।"

আরও পড়ুন : 'জাতিভেদ না-বুঝলে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে না বামেরা', মন্তব্য অরুন্ধতীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.