ETV Bharat / state

Sujan Chakraborty on KMC Election 2021 : বামফ্রন্ট মানুষের পাশে, রেড ভলান্টিয়ার্সের প্রশংসায় সুজন

author img

By

Published : Dec 23, 2021, 7:55 AM IST

Updated : Dec 23, 2021, 8:10 AM IST

Sujan Chakraborty on KMC Election
প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী

বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামফ্রন্ট ফিরে এল একুশের কলকাতা পৌরভোটে ৷ এবার 43 জন রেল ভলান্টিয়ার্সকে প্রার্থী করেছিল বামেরা ৷ তাতেই কি পিছনে পড়ল গেরুয়া শিবির ? (Left Front bags more vote than BJP in KMC Election 2021)

কলকাতা, 23 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধেও খাতা খুলতে পারেনি বামফ্রন্ট ৷ আর কলকাতা পৌরভোটে শুধুমাত্র নিজেদের রেড ভলান্টিয়ার্স-এর উপর ভর করে বামেরা জয়ী হয়েছে 2টি ওয়ার্ডে ৷ শুধু তাই নয়, 11.89% ভোট পেয়ে গেরুয়া শিবিরকে পিছনে ফেলেছে বামফ্রন্ট ৷ (Left Front bags more vote than BJP in KMC Election 2021)

ছক ভেঙে এবার 43 জন রেড ভলান্টিয়ার্সকে (43 Red Volunteers in KMC Election 2021) বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী করেছিল বামফ্রন্ট নেতৃত্ব ৷ রেড ভলান্টিয়ার্সের তরুণ-তরুণীরা করোনাকালে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল ৷ ভয়াবহ করোনা পরিস্থিতিতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছেন তাঁরা ৷ হয়ত সেই জনসংযোগ আর আস্থাতেই রাজ্যে ফের দাগ কাটল কাস্তে হাতুড়ি ৷ 2015-র কলকাতা পৌরভোটে বামফ্রন্ট 15টি ওয়ার্ডে জয়ী হয়েছিল ৷ সেই তুলনায় একুশের সংখ্যা কম ৷ কিন্তু তাও এবছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকালে এই ফল কিছুটা আশার আলো ৷

ভোট লুট হয়েছে, নাহলে কলকাতা পৌরভোটে বামফ্রন্টের ভোটের হার আরও বেশি হত, জানালেন বামনেতা সুজন চক্রবর্তী

92 নম্বর ওয়ার্ডে মধুছন্দা দেব এবং 103-এ নন্দিতা রায়, দুই বামপ্রার্থী জয়ী হয়েছেন ৷ এছাড়া, বেশ কিছু ওয়ার্ডে হারলেও দ্বিতীয় স্থানে রয়েছে কাস্তে হাতুড়ি ৷ এর মধ্যে 21 নম্বরে বামপ্রার্থী সুজাতা সাহা মাত্র 44 ভোটে, 98 নম্বর ওয়ার্ডে 294 ভোটে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, চয়ন ভট্টাচার্য 581 ভোটে 111 নম্বর ওয়ার্ডে, 127 নম্বর ওয়ার্ডে রিনা ভক্ত 914 ভোটে, 128 নম্বরে রত্না রায় মজুমদার 1019 ভোটে পরাজিত হয়েছেন ।

আরও পড়ুন : KMC Election 2021 Result : যা হওয়ার তাই হয়েছে, কলকাতার রেজাল্ট আউটে মন্তব্য বিমানের

এই ফিরে আসা প্রসঙ্গে কী বলছেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ?

ঘাসফুলকে আক্রমণ করে প্রবীণ বামনেতা বললেন, "ভোটে যা লুট হয়েছে তাতে কেউ স্বীকৃত ভাবে বলতে পারবে না, আমি দারুণ জিতেছি ৷" তাঁর দাবি, মানুষের কাছে শাসকদলের স্বীকৃতি কার্যত নেই ৷ এই অবস্থায় শাসকদল কাকে বিরোধীর তকমা দেবে, সেটা কোনও বিষয়ই নয়, জানালেন সুজন চক্রবর্তী ৷ রেড ভলান্টিয়ার্স নিয়ে আশাবাদী সুজন বললেন, "যখন সবাই বলছে আসন শূন্য, তখনও মানুষ রেড ভলান্টিয়ার্সদের কথা বলছে ৷ বলছে, ওরাই আমাদের বাঁচাচ্ছে ৷ বামফ্রন্ট যেন মানুষের পাশে থাকতে পারে ৷"

পৌরভোটের ফলাফলের পর বিজেপি নেতারা বলছেন, তৃণমূলই সিপিএমকে ভোট দিয়ে দু-নম্বরে নিয়ে এসেছে ৷ এই নিয়ে ঘাসফুল ও পদ্মফুলকে কটাক্ষ করে প্রবীণ এই বাম নেতা বলেন, "এটা তারা বলে, যারা রাজনীতি বোঝে না ৷" তাঁর অভিযোগ, মানুষ বামপন্থীদের ভোট দিতে পারে, এটা বুঝতে পেরে জনগণকে আটকানো হয়েছে, ভোট লুট করা হয়েছে । এত বাধা সত্ত্বেত্ত বামপন্থীদের ভোট প্রায় 12% । তিনি উল্লেখ করেন, সব ওয়ার্ডে প্রার্থী দেওয়া হয়নি । তাহলে এই শতাংশ আরও বাড়ত বলে আশা করেন বাম নেতা । সুজনবাবু বলেন, "এটা কোনও ভোটই নয় ৷ না-ভোট হওয়ার মধ্যে প্রায় 12% ৷ তাই এবার তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ৷"

আরও পড়ুন : KMC Election 2021 Results : ‘বিজেপি ভোকাট্টা-সিপিএম নো পাত্তা’, জয়ের পর মন্তব্য মমতার

নতুন পৌর বোর্ডে বিরোধী দলের তকমা বিজেপি, কংগ্রেস, সিপিএম কারও কাছেই থাকছে না । কারণ, প্রয়োজনীয় সংখ্যা তাদের দখলে নেই । বিষয়টি মাথায় রেখে সুজনবাবু জানালেন, শাসকদলের জয়ী প্রার্থীরা নিজেরাই বুক ঠুকে বলতে পারবেন না, তাঁরা জনগণের সঠিক ভোটে নির্বাচিত হয়েছেন কি না । তাই বিরোধীদের তকমা দেওয়ার আগে শাসকদল চিন্তা করুক, তাদের কাছে তকমা রয়েছে কি না ।

Last Updated :Dec 23, 2021, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.