ETV Bharat / state

একদিনে সংক্রমণ কমল 3 হাজার, নিম্নগামী মৃত্যু হারও

author img

By

Published : May 27, 2021, 8:58 PM IST

একদিনে সংক্রমণ কমল 3 হাজার,
একদিনে সংক্রমণ কমল 3 হাজার,

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 57 হাজার 165 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 21 লাখ 79 হাজার 113টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.93 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা, 26 মে : দেশজুড়ে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের মধ্যেই সামান্য স্বস্তি পশ্চিমবঙ্গে ৷ একদিন রাজ্যে করোনা সংক্রমণ কমল তিন হাজার ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 13 হাজার 46 জন ৷ গত 26 মে এই সংখ্যাটি ছিল 16 হাজার 225 জন ৷

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গেই সামান্য কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় সেই সংখ্যা 148 ৷ 26 মে মৃত্যুর সংখ্যা ছিল 153 ৷ এনিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 14 হাজার 975 জনের ৷

এরই পাশাপাশি সুস্থতার হারও বেড়েছে ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 90.07 শতাংশ ৷ গত দিন এই হারটি ঠিল 89.52 শতাংশ ৷ গত একদিনে পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন 19 হাজার 121 জন ৷

27 মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লক্ষ 17 হাজার 154 জন ৷ গত 24 ঘণ্টায় সংক্রমণ কমার সংখ্যা 6 হাজার 223 ৷

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 57 হাজার 165 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 21 লাখ 79 হাজার 113টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.93 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

রাজ্যে সংক্রমণ কমলেও আজও রাজ্যে করোনা সংক্রমণে সবার উপরে আছে উত্তর 24 পরগনা জেলা ৷ তবে এখানেও খানিকটা সংক্রমণ কমেছে ৷ গত 24 ঘণ্টায় জেলার নতুন করে 2 হাজার 975 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ গতদিন সংখ্যাটি ছিল 3 হাজার 427 জন ৷ শহর কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 489 জন ৷ কলকাতাতেও সংক্রমণ সামান্য কমেছে ৷

আরও পড়ুন : রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.