ETV Bharat / state

CPI(M) রাজ্য কমিটির বৈঠকে কোরোনা অ্যান্টিবডি পরীক্ষা সদস্যদের

author img

By

Published : Jul 11, 2020, 3:55 PM IST

CPI(M) রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত সদস্যদের কোরোনা ভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা করা হয় ৷ প্রমোদ দাশগুপ্ত ভবনে রাজ্য সম্পাদকীয়মণ্ডলীর বৈঠক হয় গতকাল ৷ দলীয় সংগঠনকে মজবুত করার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নির্দেশ দেন সদস্যদের ।

cpim
cpim

কলকাতা, 11জুলাই : CPI(M) রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত সদস্যদের কোরোনা ভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা করা হল ৷ বৈঠকে উপস্থিত প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করা হয় ৷ প্রমোদ দাশগুপ্ত ভবনে রাজ্য সম্পাদকীয়মণ্ডলীর বৈঠক হয় গতকাল ৷ দলীয় সংগঠনকে মজবুত করার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নির্দেশ দেন সদস্যদের । বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোরোনা পরিস্থিতি প্রসঙ্গে পর্যালোচনা হয় ।

উত্তর চব্বিশ পরগনার কয়েকজন CPI(M) নেতারা এই সময়ে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন বলে অভিযোগ এসেছে । তাঁরা কেন জনসংযোগ করছেন না, সেই প্রশ্ন করেন বামফ্রন্ট চেয়ারম্যান । রীতিমতো সেই নেতাদের থেকে জবাব চান । লকডাউনের সময় এবং আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বামপন্থী দল ও সংগঠনগুলি সমূহ দাঁড়িয়েছে ।

রাজ্য কমিটির সদস্যরা জানান, প্রত্যেক জেলায় বিশেষ করে তরুণ প্রজন্মের অসংখ্য কর্মী একটানা ত্রাণের কাজ করে চলেছেন । সাধারণ মানুষ এবং বিভিন্ন বেসরকারি সংগঠনও তাঁদের সাহায্য করেছেন বলে জানান CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে । কোরোনা মোকাবিলায় ব্যর্থতা, লকডাউনে সাধারণ মানুষের পাশে না দাঁড়ানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ ত্রাণের টাকাও সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এলাকায় এলাকায় মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন শাসকদলের নেতাকর্মীরা । জনগণের জরুরি দাবি নিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় এই সময়ে আন্দোলন গড়ে তোলা হচ্ছে বলে জানায় পশ্চিম মেদিনীপুরের সম্পাদকমণ্ডলীর সদস্য ।

রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, "রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করতে হবে । BJP যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাকে প্রতিহত করতেই হবে । বামপন্থীদের প্রতি মানুষের আস্থা বাড়ছে । তাকে নির্দিষ্ট রাজনৈতিক চেহারা দিতে হবে । আন্দোলনের কর্মসূচিকে সঠিকভাবে পরিচালনা করতে হবে ৷ তৃণমূলের বিকল্প BJP নয়, তা বাস্তবের মাটিতে প্রতিষ্ঠা করাই হবে এই সময়ের মুখ্য কাজ । আন্দোলন করতে হবে বৈজ্ঞানিকভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে । আন্দোলনের নতুন নতুন রূপে উদ্ভাবনের দিকেও নজর দিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.