ETV Bharat / state

West Bengal Corona : সামান্য কমল সংক্রমণ, কমল মৃত্যুও

author img

By

Published : Jun 10, 2021, 9:18 PM IST

কমছে সংক্রমণ, স্বস্তি বঙ্গে
কমছে সংক্রমণ, স্বস্তি বঙ্গে

গতকালের তুলনায় বৃহস্পতিবার সামান্য কমেছে করোনা সংক্রমণ ৷ তবে আগের দিনের মতোই সুস্থতার হার 97.83 শতাংশই রয়েছে ৷ খানিকটা হলেও স্বস্তিতে বঙ্গবাসী ৷

কলকাতা, 10 জুন: বুধবারের তুলনায় বৃহস্পতিবার করোনার সংক্রমণ কমল আরও কিছুটা ৷ মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছিল সুস্থতার হার ৷ তবে বৃহস্পতিবার সুস্থতার হার বুধবারের মতোই 97.83 শতাংশে দাঁড়িয়ে থাকল ৷ তবে সংক্রমণ কমার খবরে বঙ্গবাসী খানিকটা হলেও স্বস্তি খুঁজে পাবেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 275 জন ৷ বুধবার সংখ্যাটি ছিল 5 হাজার 384 জন ৷ গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 427 জন ৷ অর্থাৎ দিন দিন খুব সামান্য করে হলেও রাজ্যে কমছে করোনায় সংক্রমণের সংখ্যা ৷ তবে বুধবারের তুলনায় সুস্থতার হার একই রয়েছে ৷ গত 24 সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 হাজার 170 জন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 87 জনের ৷ বুধবার সংখ্যাটি ছিল 95 ৷ মঙ্গলবার সংখ্যাটি ছিল 98 ৷ অর্থাৎ মৃত্যুর সংখ্যাও কমছে গত 24 ঘণ্টায় ৷

উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 966 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের ৷ বুধবারের তুলনায় 4 জন বেশি ৷ কলকাতায় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ গত একদিনে আক্রান্ত হয়েছেন 485 জন । তবে মহানগরীতে মৃতের সংখ্যা বেড়েছে ৷ বৃহস্পতিবার শহরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24 ৷ গতকাল সংখ্যাটি ছিল 17 ৷

আরও পড়ুন : ব্ল্যাক ফাংগাসের চিকিত্সায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 2 কমিটি গঠন রাজ্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.