ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ না মানায় রাজ্য ও কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

author img

By

Published : Jun 19, 2023, 12:01 PM IST

আদালতের নির্দেশ না মানায় রাজ্য ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দক্ষিণ মালদার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 19 জুন: পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী । সোমবার এই মামলা দায়ের করেন তাঁরা ৷

হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মানেনি রাজ্য ও নির্বাচন কমিশন । পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 48 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে । আদালতের নির্দেশ কার্যকর হয়নি বলেই অভিযোগ শুভেন্দু অধিকারীর ।

পাশাপাশি, আদালত নির্দেশ দিয়েছিল মনোনয়ন জমা থেকে কাউন্টিং পর্যন্ত সমস্তটার ভিডিয়োগ্রাফি করতে হবে এবং সিসিটিভি বসাতে হবে । কিন্তু আদালতের এই নির্দেশও পালন হয়নি বলেই অভিযোগ দক্ষিণ মালদার সাংসদের । সোমবার এই বিষয়ে তাঁদের মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে ৷ আদালতের নির্দেশ কমিশন কেন মানছে না, তা নিয়েও তিনি ক্ষোভপ্রকাশ করেন ৷ মনোনয়ন জমা দেওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কমিশন আদালতের নির্দেশ মানতে ব্যর্থ বলেও উল্লেখ করেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি ৷ উল্লেখ্য, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্য ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ।

আরও পড়ুন : সব জেলায় 48 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.