ETV Bharat / state

কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 322

author img

By

Published : May 6, 2020, 1:49 PM IST

কলকাতায় বেড়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । ছিল 312 । হয়েছে 322 ।

aa
কনটাইনমেন্ট

কলকাতা, 6 মে: কলকাতায় প্রতিদিনই বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । এই মুহূর্তে সংখ্যাটা দাঁড়িয়েছে 322 । আগে ছিল 312 ।

এর আগেও জেলাগুলির মধ্যে কনটেনমেন্ট জ়োনের নিরিখে শীর্ষে ছিল কলকাতা । কনটেনমেন্ট জ়োন ছিল 227টি । এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 9 নম্বর ওয়ার্ডের অভয়মিত্র রোড, 3 নম্বর ওয়ার্ডের জেকে ঘোষ রোড-লাল ময়দান-অনাথ দেব লেন । এছাড়াও 4 নম্বর ওয়ার্ডের রাজা মণীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা, 5 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড- ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরণি, 1 নম্বর ওয়ার্ডের 32/9 বিটি রোড- চিড়িয়া মোড়ের কেসি রোড এবং খগেন চ্যাটার্জি রোড । ছিল কাশীপুর রোডের পুরো বস্তি, 6 নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-23/1 ও 23/3 কাশীপুর রোড- শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের সচিব মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া-বাগবাজার স্ট্রিটের মতো এলাকা ।

এভাবেই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কলকাতার বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছিল । কিন্তু গতকাল রাজ্য সরকারের তরফে যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে সংখ্যাটা বেড়ে হয়েছে 322 । অর্থাৎ এতগুলি জ়োনে সরকারি তরফে যে ছাড় দেওয়া হয়েছে তা মিলবে না । কলকাতা পুলিশ সূত্রে খবর, এই এলাকাগুলিতে মানুষজনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.