ETV Bharat / state

বামেদের পর মুখ্যমন্ত্রীর কোরোনা ফান্ডে টাকা দিলেন কংগ্রেস বিধায়করা

author img

By

Published : Mar 27, 2020, 11:47 PM IST

বামফ্রন্ট বিধায়করা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দান করেছেন । এবার কংগ্রেস বিধায়করা কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ।

বামেদের পর মুখ্যমন্ত্রীর কোরোনা ফান্ডে টাকা দিলেন কংগ্রেস বিধায়করা
বামেদের পর মুখ্যমন্ত্রীর কোরোনা ফান্ডে টাকা দিলেন কংগ্রেস বিধায়করা

কলকাতা, 27 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফান্ডে কোটি টাকা দিলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি । এছাড়াও কোরোনা মোকাবিলায় রাজ্যের প্রত্যেক কংগ্রেস বিধায়ক তাদের বিধায়ক তহবিলের টাকা থেকে দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলেন ।

বামফ্রন্ট বিধায়করা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দান করেছেন । এবার কংগ্রেস বিধায়করা কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন । কেবলমাত্র বিধায়ক তহবিলের টাকাই নয়, চলতি মাসের বিধায়ক ভাতাও দান করবেন তাঁরা ৷ আজ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান প্রত্যেক কংগ্রেস বিধায়ককে মুখ্যমন্ত্রীর তহবিলে দ্রুত টাকা দান করার নির্দেশ দিয়েছেন । কংগ্রেস বিধায়করা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী তহবিল দ্রুত টাকা পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, গত দু'দিনে বাম বিধায়করা সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকদের মাধ্যমে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তহবিলে দশ লাখ টাকা করে পৌঁছে দিয়েছেন । এবার কংগ্রেস বিধায়করাও টাকা দান করবেন মুখ্যমন্ত্রীর তহবিলে । একদিন আগেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য তাঁর সাংসদ তহবিলের এলাকা উন্নয়নের টাকা থেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন । আজ রাজ্যসভার আরও এক সাংসদ অভিষেক মনু সিংভি দু'কোটি টাকা দিলেন ৷ দলমত নির্বিশেষে প্রত্যেক রাজনৈতিক দল কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.