ETV Bharat / state

চা-পকোড়া বিক্রি করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন কংগ্রেসের

author img

By

Published : Sep 20, 2020, 1:09 PM IST

বেরোজগার দিবস দেশজুড়ে পালিত হল আজকে । নরেন্দ্র মোদির রাজত্বকালে রেকর্ড পরিমাণ মানুষ বেকার হয়েছে বলে জানালেন কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতা রোহন মিত্র । নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন । আজ তার জন্মদিনে কেকের উপর জুমলা লিখে সেই কেক কাটা হল । এরাজ্যের শ্রমিকরা কেন পরিযায়ী শ্রমিক হল, প্রশ্ন ছাত্র পরিষদের নেতা রোহন মিত্রের ।

kolkata news
kolkata news

কলকাতা, 18 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে ভ্যানের উপর চা এবং পকোড়া বিক্রি করা হল। উদ্দেশ্য ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন । একদিকে যখন ধর্মতলা আয়কর ভবনের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়ছে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র পরিষদের পক্ষ থেকে চা এবং পকোড়ার স্টল করে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হল । কেক কাটলেন ছাত্রনেতা রোহন মিত্র । কলেজ স্ট্রিটের পথচলতি মানুষকে কেক পকোড়া এবং চা বিলি করা হল । কর্মসংস্থান না থাকায় মানুষ এখন পকোড়া এবং চা বিক্রি করবে এই বার্তাই দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে নরেন্দ্র মোদির জন্মদিন পালনের মধ্য দিয়ে ।

বেরোজগার দিবস দেশ জুড়ে পালিত হল আজকে । নরেন্দ্র মোদির রাজত্বকালে রেকর্ড পরিমাণ মানুষ বেকার হয়েছে বলে জানালেন কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতা রোহন মিত্র । নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন । আজ তার জন্মদিনে কেকের উপর জুমলা লিখে সেই কেক কাটা হল । এরাজ্যের শ্রমিকরা কেন পরিযায়ী শ্রমিক হল, প্রশ্ন ছাত্র পরিষদের নেতা রোহন মিত্রের ।

তিনি বলেন,"দেশে যখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, তখন নরেন্দ্র মোদি চা বিক্রি করে আজ প্রধানমন্ত্রী হয়েছেন । আজ তার নেতৃত্বে দেশ । যে মানুষ আজ চা এবং পকোড়া বিক্রি করছে, সে কি আগামী দিনে সুস্থভাবে বাঁচতে পারবে ? ন্যূনতম গ্রাসাচ্ছাদনের জন্য একটা চাকরি খুঁজে পেতে পারে ? গত ছয় বছরে নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন । বছরে কোটি কোটি চাকরি ঘোষণা করেছিলেন তিনি । এখন যারা সদ্য পড়াশোনা শেষ করে বেকার হয়ে ঘুরছেন, তাঁরা কি আদৌ চাকরি পাবে ? পড়াশোনার পর বেকার যুবকদের ভবিষ্যৎ কী হবে ? এরই মধ্যে প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছেন । অথচ দেশের মানুষের ভুখা পেট ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.