ETV Bharat / state

মোদির কুশপুতুল পোড়াল ছাত্র পরিষদ সদস্যরা

author img

By

Published : Sep 18, 2020, 6:38 PM IST

Congress
Congress

নরেন্দ্র মোদির জন্মদিনে দেশবাসীকে তিনি উপহার দিয়েছেন ক্ষুধা, কর্মসংস্থানহীনতা, বেহাল স্বাস্থ্য পরিষেবা । মহা ধুমধামে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হলেও এখনও বহু দেশবাসী অর্ধাহারে-অনাহারে থাকেন । এমনই দাবি ছাত্র পরিষদের সদস্যদের ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর কুশপুতুল দাহ করল রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা । ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে থেকে মিছিল করে আয়কর ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে ছাত্র পরিষদের সদস্যরা । সেখানে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে তারা ।

মূলত কর্মসংস্থান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ সহ একাধিক দাবি ছিল তাঁদের । এছাড়াও কোরোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার এমন অভিযোগও তোলে তারা । ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে কলকাতায় বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সৌরভ প্রসাদ । " 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি । সেই চাকরি কোথায় হল, দেশের GRP নিম্নমুখী কেন ? " কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সমস্ত বিষয়েও সরব হয় ছাত্র পরিষদের সদস্যরা ।

গতকাল আয়কর ভবনের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে ছাত্র পরিষদের সদস্যরা । ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "দেশজুড়ে নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হচ্ছে । সর্বভারতীয় ছাত্র পরিষদের নেতৃত্ব নীরজ কুন্দনের নির্দেশে আমরা আজকের দিনটিকে বেরোজগার দিবস হিসেবে পালন করছি । নরেন্দ্র মোদির জন্মদিনে দেশবাসীকে তিনি উপহার দিয়েছেন ক্ষুধা, কর্মসংস্থানহীনতা, বেহাল স্বাস্থ্য পরিষেবা । মহা ধুমধামে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হলেও এখনো বহু দেশবাসী অর্ধাহারে-অনাহারে থাকেন । পরিযায়ী শ্রমিকরা আত্মহত্যা করেন । ভয়ংকর করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার । সংক্রমণ ক্রমাগত বাড়ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছেন । নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর কুশপুতুল আমরা দাহ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.