ETV Bharat / state

কাশ্মীরের সঙ্গে তুলনা করে রাজ্যের মানুষকে অপমান করেছেন দিলীপ ঘোষ : সৌগত

author img

By

Published : Nov 17, 2020, 8:54 AM IST

sougata roy slams dilip
sougata roy slams dilip

কয়েকদিন আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন ৷ তৃণমূল সাংসদের মতে, বাংলাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য অনেকটা সেরকমই ৷

কলকাতা, 17 নভেম্বর : পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে মন্তব্য করেছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেছিলেন, রাজ্যের পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ । এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই মন্তব্য করে পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করেছেন দিলীপ ঘোষ ৷

দিন দুয়েক আগে বরানগরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপবাবু বলেছিলেন, "মুর্শিদাবাদ থেকে আল কায়দার ছ'জন ধরা পড়েছে । আরও অনেক জায়গায় আল কায়দা সক্রিয় হয়ে উঠেছে । ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ ।" তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে সৌগতবাবু বলেন, "কুকথা ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষ খুব পরিচিত ৷ এই বিবৃতি দিয়ে দিলীপ ঘোষ বাংলার মানুষকে অপমান করেছে ৷"

সৌগত রায়ের বক্তব্য

কয়েকদিন আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন ৷ তৃণমূল সাংসদের মতে, বাংলাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য অনেকটা সেরকমই ৷ তিনি বলেন, "বাংলায় কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই ৷ মুর্শিদাবাদ থেকে দুজন আল কায়দা অপারেটিভ গ্রেপ্তার হয়েছে মানে গোটা বাংলায় সন্ত্রাসবাদ ছড়িয়ে গেছে এটা বলা যায় না ৷ এমনটা বলা উচিত নয় ৷ দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীন বলেই এই মন্তব্য করেছে ৷"

তিনি আরও বলেন, "ওরা তো বলে কাশ্মীর এখন ভালো আছে ৷ এক বছর হল কাশ্মীরে 370 ধারা তুলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ৷ তাতেও কাশ্মীরের উন্নতি হচ্ছে না কেন ? কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েই চলেছে ৷ একবছর ধরে কাশ্মীরের সব রাজনৈতিক নেতা-নেত্রীদের জেলে রেখেও কেন কাশ্মীরের উন্নতি হচ্ছে না তা দিলীপ ঘোষ বলতে পারবেন ? দিলীপ ঘোষের বক্তব্যের সর্বোতভাবে নিন্দা করি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.