ETV Bharat / state

Kolkata Police CP: হাসপাতালে জুনিয়র চিকিৎসককে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তের আশ্বাস নগরপালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:02 PM IST

ব়্যাগিং নিয়ে মুখ খুললেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল ৷ শুক্রবার তিনি জানান, ব়্যাগিংয়ের ঘটনা সামনে আসার পর থানায় থানায় অফিসার ইনচার্জদের বলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাগিং সেলের সঙ্গে যোগাযোগ রাখতে ৷

ETV Bharat
বিনীত গোয়েলের বক্তব্য

বিনীত গোয়েলের বক্তব্য

কলকাতা, 1 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ ওঠার পর এবার কাঠগোরায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতাল । অভিযোগ সংশ্লিষ্ট হাসপাতালের কতৃপক্ষের বিরুদ্ধে । অভিযোগ, দিনের পর দিন ওই হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে ব়্যাগিং করা হয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "এই ঘটনার অভিযোগ আমাদের কাছে এলে, আমরা তদন্ত করে দেখব ।" শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে লালবাজারে একটি অনুষ্ঠান শেষে এই কথা বলেন বিনীত গোয়েল ।

এদিন নগরপাল বিনীত গোয়েল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে এক নাবালক পড়ুয়ার মৃত্যু ও সেই সূত্রে ব়্যাগিংয়ের যে অভিযোগ উঠে এসেছে সেই প্রসঙ্গে জানান, কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা এই ঘটনার তদন্তে মোট 13 জনকে গ্রেফতার করেছে । তাদের মধ্যে প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা রয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

তবে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে র‍্যাগিং এর ঘটনাই নয়, ইতিমধ্যেই শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানান, ব়্যাগিংয়ের ঘটনা সামনে আসার পর থানায় থানায় অফিসার ইনচার্জদের বলা হয়েছে, নিয়মিত তারা যেন নিজ নিজ এলাকার কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালের অ্যান্টি ব়্যাগিং সেলের সঙ্গে যোগাযোগ রাখেন । কলকাতার পুলিশ কমিশনারের কথায়, "আমরা কোথাও কোনও অভিযোগ পেলেই সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে ।" গত মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে বাংলা প্রাথম বর্ষের এক পড়ুয়ার রহস্য মৃত্যু হয় ৷ ঘটনায় ওঠে ব়্যাগিংয়ের অভিযোগ ৷

আরও পড়ুন: আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এদিন পুলিশ দিবস উপলক্ষে লালবাজারে একটি অনুষ্ঠানে যোগ দেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল । এদিন তিনি পুলিশ দিবস উপলক্ষে বলেন, "আমরা এই দিনটাকে খুব ভালো করে কাটাই । প্রত্যেক পুলিশকর্মীর জন্য আমরা গর্বিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.