ETV Bharat / state

পটনায় অমিত শাহের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 10:59 PM IST

Updated : Dec 6, 2023, 6:29 AM IST

CM Mamata will not attending Amit Shah meeting: পূর্বাঞ্চলীয় পরিষদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিম। 2018 সালের পরে গত বছর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। এই বৈঠকের পৌরহিত্য করতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো এবারও এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলেই খবর।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 5 ডিসেম্বর: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী 10 তারিখ পটনায় পূর্বাঞ্চলীয় পরিষদের যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিহারের পটনায় বসতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সীমান্ত নিয়ে এর আগে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল ৷ গরু পাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূলের সব স্তরের নেতৃত্বকে ৷ আর সেই সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রের ঢাকা বৈঠকেই থাকছে না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আন্তঃরাজ্য নিরাপত্তা থেকে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে। সেই বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও, থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী। বরং এই গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তার বদলে এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুত্র মারফৎ এই খবর জানা গিয়েছে।

প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় পরিষদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিম। 2018 সালের পরে গত বছর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। এই বৈঠকের পৌরহিত্য করতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো এবারও এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলেই খবর। কিন্তু থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী। যতদূর জানা যাচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার এই বৈঠকে যোগ দিতে পটনা যাচ্ছেন। তিনি ফিরবেন রবিবার।

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল অর্থাৎ বুধবার পাহাড় সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। তাঁর ফিরে আসার কথা 12 ডিসেম্বর। প্রসঙ্গত, এবার এই বৈঠকে সীমান্ত সমস্যা, বিএসএফ এখতিয়ার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যের তরফ থেকে জানানো হতে পারে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বৈঠকে আরও বেশি ফলপ্রসূ করে তুলত তাতে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন

Last Updated : Dec 6, 2023, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.