ETV Bharat / state

Mamata at Fort William: মুখ্যমন্ত্রিত্বের এক দশক পার, এই প্রথম ফোর্ট উইলিয়ামে পা রাখলেন মমতা

author img

By

Published : Mar 2, 2023, 7:06 AM IST

Mamata Banerjee at Fort William
ফোর্ট উইলিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়

যোগী রাজ্যের মতো বাংলার ঘাটে ঘাটেও গঙ্গা আরতি হোক, চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সে স্বপ্ন আজ পূরণ হবে ৷ আজ সন্ধ্যায় উদ্বোধনের আগে বাজে কদমতলায় ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ এর আগে গতকাল ফোর্ট উইলিয়ামে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Fort William Kolkata) ৷

কলকাতা, 2 মার্চ: ফোর্ট উইলিয়ামে গেলেন মুখ্যমন্ত্রী ৷ 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বুধবার তিনি এখানকার ঐতিহাসিক সংগ্রহশালা ঘুরে দেখেন ৷ এদিকে বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতির উদ্বোধনের প্রস্তুতি চলছে ৷ অবশেষে ইচ্ছাপূরণ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি চেয়েছিলেন, বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি হোক বাংলায় ৷ তবে তা শুধু লোক দেখানো নয়, হোক পূর্ণ শাস্ত্রীয় বিধি মেনে ৷ এর জন্য কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে জায়গা দেখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Ganga Arati inauguration at Baja Kadamtala Ghat Kolkata) ।

বৃহস্পতিবার বিকেলে 22 জন পুরোহিতের উপস্থিতিতে বাজেকদমতলা ঘাটে গঙ্গারতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বারাণসীতে গঙ্গা আরতির দেখতে ভিড় হয় ৷ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তো বটেই বিদেশ থেকেও পর্যটকেরা আসেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, বারাণসীর মতো কলকাতাতেও গঙ্গার ঘাটগুলিতে নিয়মিত আরতি হোক ৷ সেকথা তিনি মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছিলেন ৷ সেই ইচ্ছে বাস্তবে রূপ পেতে চলেছে ৷

আরও পড়ুন: বাঁজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে

আজ বাজে কদমতলা ঘাটে মূল অনুষ্ঠানের জন্য 11 টি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ তৈরি হয়েছে গঙ্গা দেবীর মন্দিরও ৷ 22 জন পুরোহিত গত 7 দিন ধরে মহড়া করেছেন । আজ এই ঘাটে ধুমধাম করে গঙ্গা আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বাজেকদমতলা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যান পৌরসভার আধিকারিকেরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের প্রতিনিধিরাও ৷

এর মধ্যে বুধবার ফোর্ট উইলিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিকেলে, ফোর্ট উইলিয়ামে সেনা কর্তাদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক সেনা নিবাসের বিভিন্ন এলাকায় যান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে ৷ চারটে নাগাদ মুখ্যমন্ত্রী ফোর্ট উইলিয়ামের পূর্ব গেটে পৌঁছলে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা এবং অন্য সেনা কর্তারা ৷ এরপর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ তিনি সেখানে নেতাজী সুভাষ চন্দ্রের স্মৃতি বিজড়িত একটি জায়গাও পরিদর্শন করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.